পরীক্ষার আর মাত্র - TopicsExpress



          

পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়টায় তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের উপর আত্মবিশ্বাস রাখা। এই সময়টায় তোমরা mainly কুয়েটের বিগত বছরের প্রশ্নগুলো দেখো। আর সব বিষয়ের একেবারে প্রথম থেকে Chapter wise দেখার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। শুধু যেগুলো তোমার মনে হয় দেখা উচিত, শুধু সেগুলোই দেখো। তারপরেও তোমাদের জন্য কিছু important topic বলবো, যেগুলো দেখতে ভুলে যেও না… Math: Algebra: Polar, Cartesian form-এ convert, দুইটা সমীকরন দেয়া থাকলে সেখান থেকে a ও b মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়, n-তম পদের সহগ নির্ণয়/কত তম পদ x-বর্জিত/ x^15-এর সহগ নির্ণয়/সহগ সমান হলে n-এর মান নির্ণয়- এই টাইপের math, e-এর ধারা… Geometry: একটা রেখা একটা পরাবৃত্তের স্পর্শক হলে তার ফোকাস নির্ণয়, সরলরেখা অধ্যায়ের ছোট, ছোট special টাইপের অংকগুলা। Geometry-এর জন্য পারলে Engineering varsity-গুলার বিগত বছরের সব প্রশ্ন দেখে যেয়ো। Chemistry: রাসায়নিক গণনা, কোন বিক্রিয়ার জারক/বিজারক নির্ণয় অথবা বিক্রিয়ার সমতাকরণ, তড়িৎ রাসায়নিক কোষ, অম্ল- ক্ষারক সাম্যাবস্থার কোন মিশ্রণ বাফার দ্রবণ হবে কি হবে না/কোন মিশ্রণ থেকে pH নির্ণয়- এগুলো যেন দেখতে ভুল না হয়। জৈব, অজৈব- সব যৌগের সংকেত, সমাণুতা, বিভিন্ন ধরনের নামধারী বিক্রিয়া (যেমন- রোজেনমান্ড বিজারণ, কোব বিক্রিয়া, Hoffman degradation, রাইমার-টাইম্যান বিক্রিয়া ইত্যাদি), বিভিন্ন ফলে কোন এস্টার আছে, কার্বন সংখ্যা কমা/বাড়ার বিক্রিয়া, বিভিন্ন পলিমারের ব্যবহার, লেসাইন পরীক্ষা। জৈব যৌগের বিশোধন ও বিশ্লেষণ থেকে প্রতি বছর math থাকে, তাই এখানকার অঙ্কগুলো দেখে যেয়ো। Physics: সরল ছন্দিত স্পন্দন, স্থিতিস্থাপকতা, শব্দের গতিবেগ (Doppler effect), তড়িৎ প্রবাহের তাপীয় ও রাসায়নিক ক্রিয়া, আলো related সব অধ্যায়, ইলেকট্রন ও ফোটন, পরমাণু, আপেক্ষিক তত্ত্ব- এই সব অধ্যায়ের math-গুলো ভাল করে দেখে যাও। English: H.S.C-তে যে সব Grammar item পড়েছিলে, সাথে কুয়েটের previous years-এর প্রশ্ন+ওই টাইপের rules-গুলো পড়ো।
Posted on: Tue, 28 Oct 2014 08:16:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015