পরিবার Update news about Barna Dey বর্না - TopicsExpress



          

পরিবার Update news about Barna Dey বর্না দিদির পরিবারের পক্ষ থেকে যিনি কেস টা হ্যােন্ডল করতেছেন (স্পট এ ছিলেন) উনার কাছথেকে পাওয়া কিছু তথ্য : 1) পুলিশ আসার পর যখন দরজা খোলা হইছে তখন বর্না দিিদর রুমে উনার কোনো পারসোনাল জিনিসপত্র পাওয়া যায় নাই ( মানে আগে ঢুকে জিনিসপত্র সরানো হইছে) 2)রুম নাকি ভিতর থেকে আটকানো ছিলো (শ্বশুর বাড়ীর লোকদের ভাষ্যমতে) .হাস্যকর! !!!!!!!!!রুম এর পিছনে দরজা ছিলো যা বাইর থেকে বন্ধ ছিলো. what does it mean? 3)উনার বেড রুম এর একটা পাশ fully থাই গ্লাসের ছিলো যা দিয়ে রুম থেকে সহজেই বের হওয়া / ঢুকা যায় .একটা নববধূর bedroom কিভাবে এত অরক্ষিত থাকে? ? 4)room এর দরজার চাবি নষ্ট ছিলো .... 5)দিদি pregnant ছিলো না ....উনি বাচ্ছা নেওয়ার কথা বললে পরে নেওয়ার জন্য বলতো (sorry for providing such kind of impersonal info).এটা প্রকাশ করে যে খুন টা preplanned ছিলো ... 6)পোস্টমর্টেম রিপোর্ট এখনো দেয় নাই ...তবে আনঅফিসিয়ালি (source is reliable) যা জানা গেছে লাশ এ ফাসির কোনো চিহ্ন পাওয়া যায় নি .বডিতে asshole (আঘাতের চিহ্ন) পাওয়া গেছে 7)মুখ থেকে লালা ঝরছিলো ..... (ফাসিতে ঝোলা মনুষের কখনো লালা বের হয় না) .সন্দেহ করা হচ্ছে উনাকে poison দিয়ে মেরে পরে ঝুলানো হইছে .উনার লালা ফরেনসিক এর জন্য ঢাকা পাঠানো হইছে ... 8)কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা রাজনৈতিক ভাবে অনেক চেস্টা চালিয়ে যাচ্ছে ...but বর্না দিদির পক্ষের একজন political leader থাকায় এতোকিছু বের হয়ে আসতেছে. উপরের ইনফো গুলা উনারাই দেয়া ... আমরা কিছু বন্ধু আজ আমাকে বলেছে মানববন্দন করতে হলে ফ্যামিলির স্টেটমেন্ট লাগবে .present থাকা লাগবে ...সেটা আমি মেনেজ করবো. শ্বশুরবাড়ির সবার নামে মামলা দায়ের করা করা হইছে.so কেনো গ্রেফতার করা হচ্ছে না এই ব্যানারে আমরা মানববন্দন করতে পারি. মানববন্দন টা মাইজদী প্রেসক্লাবের সামনে করলে ভালো হয় উনাকে সুৰিচার পাইয়ে দেওয়া টা আমাদের কর্তব্য পক্ষান্তরে এটি আমাদের নৈতিকতার বিরুদ্বাচরন হয়ে যাবে A member of our pharmacy family has been murdered by a culprit ...but we r in our bedroom still now !!!!!!!!!!!!!!!!!!!!shame on us! !!!!!!!!!! pharmacy departments student as well as each nstuan.should engage himself in the mission of gaining proper justice which will revoke barna dey from the blame of suicide N.B: All info was gathered from reliable source. Anyone can add any practical info considering this issue to accelerate our speed. # অপু_বনিক
Posted on: Thu, 18 Dec 2014 18:40:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015