পলিটেকনিকের আন্দোলন - TopicsExpress



          

পলিটেকনিকের আন্দোলন ইস্যুতে প্রথম আলোর ভূমিকা খুবই নাক্কারজনক।আজ প্রথম পাতায় একটা ছবি ছাপিয়েছে যেখানে কিছু ছাত্র একজন পুলিশের উপর হামলা করতে দেখা যাচ্ছে।আহারে!!পুলিশের প্রতি কি দরদ!অথচ গতকাল পুলিশের হামলায় বেশ কয়েকজন নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে সেটার জন্য তাদের কোনই মায়াকান্না নেই!অদ্ভুত সাংবাদিকতা!টিস্যু পেপার হিসাবে ব্যাবহারের যোগ্যতাও হারিয়েছে প্রথম আলো!ধিক্কার জানায় এসব হলুদ সাংবাদিকতাকে!
Posted on: Mon, 30 Sep 2013 08:20:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015