পল্টু স্কুল থেকে S.S.C. - TopicsExpress



          

পল্টু স্কুল থেকে S.S.C. পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়ি ফিরেছে। পল্টুর বাবাঃ রেজাল্ট কি পল্টু? পল্টুঃ বাবা, আমার এক ফ্রেন্ড A পাইছে, ওর বাবা ওরে America-তে ঘুরতে নিয়া যাইবো! বাবাঃ বুঝলাম, তোর রেজাল্ট কি? পল্টুঃ আমার আরেক ফ্রেন্ড B পাইছে, ওর বাবা ওরে Brazil-এ ঘুরতে নিয়া যাইবো! বাবাঃ বুঝলাম, এইবার তোরটা বল। পল্টুঃ আমার আরেক বন্ধু C পাইছে বাবা। ওর বাবা ওরে Canada-তে ঘুরতে নিয়া যাইবো! বাবাঃ হারামজাদা! থাপ্পড় খাবি এইবার, নিজের রেজাল্টের খবর নাই .. . ! . . . . . . . . . . পল্টুঃ বাবা, আমারে তোমার France-এ ঘুরতে নিয়া যাইতে হইবো!!! হিঃ হিঃ হিঃ জিনিয়াসরা, কিছু বুঝছেন?.
Posted on: Mon, 18 Nov 2013 12:13:58 +0000

Recently Viewed Topics




© 2015