পশ্চিমা দেশ গুলোকে আপনি - TopicsExpress



          

পশ্চিমা দেশ গুলোকে আপনি যতই গাইল পাড়েন না কেন, ওদের কাছে শিক্ষনীয় আছে অনেক কিছু!!! একটা বেপার শিক্ষা বিষয়ক যেটা আমাকে খুব বেশি নাড়া দেয়। তা হলো শিক্ষকদের জবাবদিহিতা!! ওখানে একজন শিক্ষক কখনোই ভুল বা একজন এর প্রতি অন্যায় করে পার পাবে না। যদিও আমি কতটা ঠিক আমি জানি না। যা জানি তা সিনেমার কল্যানে জানা। একটু বলি, আমাদের দেশের শিক্ষক মানেই নির্ভুল। কখনো ভুল করতে দেখা যায় না। কিন্তু ভাই, মানুষ মাত্রই ভুল। আপনি যদি ভুল এর উর্ধে হতেন তাহলে মেডিকেল পাস ৬০% এ না হয়ে ১০০% এই হতো। আমি সব শিক্ষক এর কথা বলছি না। কিছু শিক্ষক আছেন যারা সত্ত্যিই ছাত্র দের শেখাতে চায়। একটা successful doctor+teacher দের survey করুন, দেখবেন যাদের পাবেন তারা সত্ত্যি ছাত্রদের অনেক কাছের এবং অনেক কাছ থেকে তার,ছাত্রদের শেখান। teacher আর student রিলেশন টা সত্ত্যিই খুব কাছের। একজন ছাত্র মেডিকেল এ ঢুকে যখন হাবুডুবু খায়,কখন একজন শিক্ষাক ই একমাত্র মানুষ যিনি কিনা তাকে উদ্ধার করতে পারেন। প্রতি বছর অনেক মানুষ ডাক্তার হবার সপ্ন নিয়ে মেডিকেল এ ভর্তি হন। কিন্তু সবাই কি পারে তা চালিয়ে যেতে? একটা উদাহরন দেই, আমার কলেজ এ ২০১০ সালে ভর্তি হয় ১১১ জন স্টুডেন্ট। কিন্তু ১ম প্রফ দেই ৭২ জন এর মত। যার মাঝে ২০ জন ই ঝড়ে পড়ে ১ম ৫ মাসের মাঝে। শিক্ষক কখনই একজন ছাত্রের বন্ধু না।আমি চাই ও না। কিন্তু আমার মনে হয় একজন শিক্ষক এর যদি সত্ত্যি কারের ইচ্ছা থাকে যে তার ছাত্ররা শিখুক তাহলে তিনি তার মাঝের দুরত্ত কমিয়ে আনবেন। বাড়িয়ে দিবেন তার মাঝে excess. মনে পড়ে, মেডিকেল এ ঢুকে এনাটমি তে শুধু শুনতাম pseudostratified squamus epi. লাইনিং। শুনে মনে হত হায় হায়,,এটা আবার কোন দেশের লাইনিং। সুয়ারেজ লাইন এর মত অন্য কোন লাইন নাকি? কিন্তু কখনই সাহস করে জিজ্ঞেস করতে পারি নি। মেডাম বুঝান কিন্তু না বুঝলে আবারো জানতে চাওয়ার সাহস পাইনি। যখন আপনি কোন কিছু মাত্র শিখছেন, তখন আপনার কাছে সব কিছুই দুর্ভেদ্য মনে হবে। আরেকটা উদাহরন, left ventricular failure এ কিভাবে right ventricular failure বা mitral stenosis এ কিভাবে JVP রাইজ করে বেপার গুলো খুবী সোজা,কিন্তু আপনি যখন ১ম ward এ যাবেন তখন সত্ত্যি ই এগুলো আপনা কাছে অনেক কঠিন মনে হবে। একজন শিক্ষক চাইলেই খুব কঠিন বেপার গুলো সহজ করে দিতে পারে। না বুঝলে নিজের মত জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন এবং এটা সসম্ভব teacher-student রিলেশনটা ভালো করার মাঝে।তাহলেই আপ্নি হয়তো তাকে question করার সাহস পাবেন। আমারা ডাক্তাররা সারা দিন,doctor- patient relationship নিয়ে চিন্তা কতে মাথা ঠুকছি। কিন্তু কখনো কি এ বেপারটা খেয়াল করি? প্রত্যেকটা মেডিকেল এ খোজ নিন।দেখবেন পাবেন কিছু শিক্ষক।যারা কিনা student দের কস্ট দিয়েই মজা পায়। টার্গেট করে। আর, যেহেতু ডাক্তারি একটা ভাইভা নির্ভর পড়াশুনা তাই পাস করাটাও খুব কঠিন,দুরবিসহ হয়ে উঠে। আর, সব কিছুই overcome করা যেত যদি এই জবাবদিহিতা আর,student-teacher good relationship establish করার মাঝে। আর,আমার দেখা এটা নিয়ে বেশি suffer করছে নতুন যারা ভরতি হচ্ছে। সত্ত্যি যখন শুনি ভাইয়া,সারা রাত পড়েও পাস করতে পারলাম না আইটেম।বা বুঝি না বা পাস করায় না,তখন খুব খারাপ লাগে। নিয়ে যায় আমাকে ৪ বছর আগে।এগুলোর মাঝ দিয়ে যে আমাকেও আসতে হয়েছে। আমি জানি কতটা যন্ত্রনা দায়ক দিন গুলো। তাই,সকল এর দৃস্টি আকষন করছি। এর প্রতিকার কি একেবারেই নেই? লিখেছেন --- নাহিদ হাসান রিফাত। [BMC]
Posted on: Sat, 27 Sep 2014 05:16:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015