পুরোটা না পড়লে বুঝবেনা - TopicsExpress



          

পুরোটা না পড়লে বুঝবেনা পুরো পোস্ট পড়ার অনুরোধ রইল। আট বছর বয়সী জিলিয়ান ক্লাসে মোটেও স্থিরভাবে বসে থাকতে পারত না, সারক্ষণ হাত-পা ছুঁড়ত আর লাফালাফি করত, পড়াশোনায় মন বসাতে পারত না। তার শিক্ষক/শিক্ষিকা ভাবলেন সে মানসিক ভারসাম্যহীন এবং তাই তার অভিভাবককে একজন মনোবিদের স্মরণাপন্ন হতে বললেন। জিলিয়ানের মা জিলিয়ানকে নিয়ে একজন মনোবিদের কাছে গেলেন। মনোবিদ কথার ফাঁকে কিছু একটা বুঝিয়ে জিলিয়ানকে ঘরে একা রেখে বাইরে চলে এলেন এবং আড়াল থেকে তার কর্মকান্ড পর্যবেক্ষণ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ জিলিয়ানের কার্মকান্ড দেখে তিনি তাঁর মাকে বললেন আপনার মেয়ে মেটেও মানসিক ভারসাম্যহীন নয়, সে আসলে একজন নৃত্যশিল্পী। তিনি তাই তাকে নাচের স্কুলে ভর্তি করার পরামর্শ দিলেন। জিলিয়ানের ভাগ্য বেশ প্রসন্ন বলতে হবে, একজন্য যোগ্যতা সম্পন্ন মনোবিদ তাকে পর্যবেক্ষণ করে তার ইলিমেন্ট বের করে আনতে পেরেছিলেন। পরবর্তীতে জিলিয়ান লিন (Gillian Lynne) সর্বকালের অন্যতম সেরা কোরিওগ্রাফারদের একজনে পরিণত হয়েছিলেন . প্রতিটি মানুষেরই একটি ইলিমেন্ট থাকে। এটি গড়ে উঠে শৈশব কালে, শৈশবকালীন বিভিন্ন অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গী এমনি বংশগতিও এটি নির্ধারণে কাজ করে। এটি হচ্ছে সেই বিষয় যাতে সে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে পারে। যে তার ইলিমেন্টটি সহজে বুঝে নিতে পারে সে-ই পরবর্তী জীবনে সফলতা অর্জন করে। আমাদের দেশের ছেলে মেয়েদের দুর্ভাগ্য যে তারা বাবা-মা কিংবা শিক্ষক কারো কাছ থেকেই সেই সাহায্যটুক পায় না যার ফলে সবাইকে বাধ্যতামূলকভাবে চাকুরির বাজার অনুযায়ী নিজেকে তৈরি করতে প্রাণপন চেষ্টা করতে দেখা যায়। এর মধ্যে যাদের ইলিমেন্টই থাকে সেই চাকরীর বাজার অনুযায়ী তারা খুব অল্পতেই সফল হয়, বাকীরা হয়তো জীবনের সব আনন্দ বিসর্জন দিয়ে মোটামুটিভাবে সফল হয় কিন্তু তারা তাদের কাজ উপভোগ করতে পারে না যার ফলে সেটি একধরনের বোঝা হয়েই দেখা দেয়। আর যারা শৈশবের আনন্দের সাথে আপোস করে না তারা ব্যর্থ হিসেবে আবির্ভূত হয়। সবশেষে আইনস্টাইনের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করছি: Everybody is a genius.But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid. (Collected and Edited)
Posted on: Fri, 26 Dec 2014 16:17:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015