[ পুরাতন জিনিস। তাও শেয়ার - TopicsExpress



          

[ পুরাতন জিনিস। তাও শেয়ার করলাম। অনেকেই নাও পড়ে থাকতে পারেন। মজা পাবেন নিশ্চিত, তবে পুরোটা না পড়েই হাসবেন না কিন্তু। নেটিভ চিটাগানিয়ানরা একটু বেশিই মজা পাবেন :D :D :D ] আশিকঃ Hi, খি গত্তেসো? তানিয়াঃ বাত কাচ্চি। আশিকঃ ওবাইজ্জাখোদা! লুজা লাকোনি থুমি? তানিয়াঃ নাহ। আশিকঃ খেনো? তানিয়াঃ আম্মু মানা গসসে। আমার ফরীক্ষা ছলতেসে তো, ফুরাদিন লুজা তাকলে মন দিয়ে ফত্তে ফারবো না। সেজইন্ন সবগুলা লাকতে অবেনা। শুক্কুরবারে লাকতে বলসে। আশিকঃ আচ্চা... খি দিয়ে বাত কাচ্চো? তানিয়াঃ ডাইন আত দিয়ে। হি হি হি... আশিকঃ আল্লা! আমি মনে গসসি মুক দিয়ে কাচ্চো। হো হো হো... তানিয়াঃ থুমি বেসি বান্দর অই গেসো। থুমাকে মাইর দিতে অবে। আশিকঃ দ না! আমি খি থুমাকে দরে লাকসি? তানিয়াঃ হুমম... বাত কানা শেষ। আশিকঃ বালো। খালকে খি ফরীক্কা থুমাদের? তানিয়াঃ ইংলিশ ফতম ফত্র। আশিকঃ ঠেনসটা বালো গরে ফড়বা। ফুরো ইংলিশ সাবজেক্ট ঠেনসের উফর। ঠেনস যথ বালো ফারবা ইংলেজিত থথ বেশি লম্বর ফাবা। তানিয়াঃ ওবুক! থুমি তো বৌত কিসু ঝানো! আশিকঃ হুমম...আমি ইংলিশে অনাস গত্তেসি তো... তানিয়াঃ ওমারে! থুমি বেশি ফাখাফাখি গরো। আশিকঃ ফাখাফাখি না গরলে মাইয়া ফঠাতে ফারবো নাথো। তানিয়াঃ হইসে আর বেড বেড গত্তে অবে না। লুজা তেকে মানুষ এথ খতা খেমনে বলে! মারেম্মা! আশিকঃ খে বেড বেড গত্তেসে? আমি না থুমি? ফল হন্ডেয়ার! তানিয়াঃ থুমি ফল! আশিকঃ তাপ্পর হাবে একন! তানিয়াঃ থুমি কাবে! আশিকঃ আমি কাবো না। লুজা তাকসি। তানিয়াঃ হা হা হা... বান্দর। আশিকঃ থানিয়া...থুমাকে একটা খতা বলবো। তানিয়াঃ বলো। আশিকঃ থুমার সুকগুলো কুব ঠানা ঠানা। আমার মনে খয়, সারাদিন থাকাই তাকি। তানিয়াঃ যাহ্! আমার শরম লাগতেসে! থুমি লুজা তেকে এগুলো কি সুরু গসসো? আশিকঃ চ্যরি...আচ্চা একটা খতা বলি? তানিয়াঃ একন বলসো না একটা! আশিকঃ হিটা না, আলেকটা। তানিয়াঃ ও.খে। বলো। আশিকঃ আমি থুমাকে অনেক বালোবাশি। থুমার মথামথ কি? থুমি খি আমাখে বালোবাশো? তানিয়াঃ আমার খাজ আসে। কুদা হাফেজ। ফরে কতা হবে। বাই। আশিকঃ আমার ফশ্নের উত্তর দি যাও! তানিয়াঃ খিসের ফশ্ন?আমি খিসু শুনি নাই। ফরে কতা অবে, বাই। আশিকঃ ফরে আর কথা অবে না। আমি আজখে তেকে আমার পেসবুকের একাউন্ট ডিট্টেবেট গরে দিব। তানিয়াঃ দাওগা। আমাখে বলতেসো খেনো? আশিকঃ আচ্চা, বাই। বালো তেকো। কুদাফেজ। তানিয়াঃ এই শুনো! এথ ফাট দেকাও কেন? আশিকঃ খে দেকাসসেদে ফাট? আমি না থুমি? তানিয়াঃ থুমি একটু বেশি মাতো। খতা খম বলবে। আশিকঃ হুমম... আমি আর খতাই বলবো না। থুমি খি আমার ফশ্নের উত্তরটা দিবে? তানিয়াঃ হুমম... আশিকঃ হুমম... খি? হ্যাঁ নাখি না? তানিয়াঃ হ্যাঁ... আমিও থুমাকে বালুবাশি। আশিকঃ থুমিও বাজী... এত লং গত্তে জানো দে! ফতমে ডং গসসো খেনো? © Dip Barua
Posted on: Sun, 20 Jul 2014 08:38:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015