পুরো বিজনেস প্ল্যান নুতন - TopicsExpress



          

পুরো বিজনেস প্ল্যান নুতন করে বানালাম, আজ মিটিং গেছিলাম উইদাউট প্রিপারেসন - এরকম ডাটা সাপোর্ট ছাড়া কোনদিন মিটিং করিনি। নিজেকে বড্ড ছোট মনে হচ্ছিল। কিসব ভুলভাল বলছি - আর তাকেই প্রমান করবার চেষ্টা করে যাচ্ছি। নিজেকে জরিপ করলাম - কতদিন সিমুলেসন করিনি, কতদিন ইনোভেটিভ চিন্তা করছি না। কতদিন ঠিক মত প্রার্থনা করিনা । না এভাবে চলবে না - পরিবর্তন প্রয়োজন। ফিরতে হবে আগের রুটিনে। সকাল পাঁচটায় শুরু করতে হবে আগের মত - দিন - স্নান - আহ্নিক, প্রার্থনা - সাইট এবং প্ল্যান্ট রোজ-ই থাকবে - ফিরতে ফিরতে হবে সন্ধ্যা সাতটা। ঘুমোবো ঠিক রাত দশটার মধ্যে। সাত ঘন্টা ঘুম - তিন ঘন্টা ড্রাইভ - ন ঘন্টা অফিস - এক ঘন্টা আত্মীয় স্বজন প্রিয়জনের (বাস্তবের) সাথে সময় কাটানো, এক ঘন্টা লেখা - দু ঘন্টা প্রাত্যহিকি - আর এক ঘন্টা ফেস বুক। অফ ডে তে বেশি সময় ফেস বুক। প্রমিজ প্রমিজ প্রমিজ ।
Posted on: Wed, 12 Nov 2014 17:51:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015