পুলিশ, র‍্যাব বা বিজিবি - TopicsExpress



          

পুলিশ, র‍্যাব বা বিজিবি দিয়ে যে দেশের ঢালাও আইনশৃঙ্খলা অবনতির কোন উন্নতি করা সম্ভব না সেটা আওয়ামী সরকার কেন বোঝেনা মাথায় ঢোকেনা। সামান্য চুরি, ছিনতাই ঠেকানো যায়না স্বাভাবিক অবস্থায় আর এখন তো অস্বাভাবিক অবস্থা! প্রতিদিন পোড়াপুড়ি বাড়ছে, খুন বাড়ছে, বাস ট্রেনের সময়সূচীতে বিপর্যয়, সাধারণ মানুষ আতংকিত, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি, এগুলোর জন্য অবরোধ আহবানকারীদের আমরা গালি দিতে পারি, অভিশাপ দিতে পারি, মৃত্যু কামনা করতে পারি কিন্তু দিনশেষে নিরাপত্তা দিতে না পারার দায় তো সরকারের উপরেই বর্তায়। অতি আত্মবিশ্বাসে মাঠের দল আওয়ামী লীগ রাজনীতি ভুলে গেছে। এই দলের ৭০ এর দশক, ৮০র দশক এর রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করলেই সেটা বোঝা যায়। এই সময়ে এসে এইরকম ভুল এরকম দলের কাছে আশা করা যায়না। রাজনীতির মারপ্যাচ প্র্যোগ করতে পারলে এই অবস্থা হতনা।
Posted on: Fri, 16 Jan 2015 19:14:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015