পূরা সেমিস্টার পড়াশুনা - TopicsExpress



          

পূরা সেমিস্টার পড়াশুনা না করে পরীক্ষার দুদিন আগে পড়তে বসে যে অনুভূতি অনুবাদ : I am an ENGINEER. ANSWER : আমি যদি মারা যাই পরীক্ষার হলে , কফিনে করে পাঠিয়ে দিয়ো আমার ঘরে ! পরীক্ষার খাতা গুলো বেঁধে দিয়ো আমার বুকে ! আমার মাকে বলো আমার সবটুকু দিয়ে চেস্টা করেছিলাম আমি ! বাবাকে বলো আমার জন্য মাথা নত না করতে , আমাকে নিয়ে আর কারো চিন্তা করতে হবে না ! মিনহাজকে বলো ভালোভাবে পড়তে , বাইকের চাবিটা তাকে দিয়ে বলো এটা এখন থেকে তার ! বোনকে বলো হতাশ না হতে , এখন থেকে তাকে ক্ষেপাতে আর কেউ সূর্যোদয়ের পরেই ঘুম ভাঙাবে না ! প্রিয়তমাকে বলো অশ্রু বিসর্জন না দিতে , কারন আমি একজন ENGINEER যার জন্মই হয়েছে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিতে ! ENGINEERING পড়ুয়া সবার একটা সাধারন অনুভূতি হল আমি যদি মারা যাই পরীক্ষার হলে ! ক্লাস , ল্যাব , সিটি সবকিছুর পিছনে পুরো সেমিস্টার দৌড়ানোর পরে যখন পাহাড়সম পড়ার চাপে পিস্ট হওয়ার পরে আকাশের থেকে বিশাল বিশাল সবগুলো প্রশ্ন সেমিস্টার ফাইনালের প্রশ্নে দেয়া হয় ,বিশেষ করে এত্তোগুলা রেসিপি যদি মুখস্থ করতে হয় তখন সত্যিই আমি যদি মারা যাই পরীক্ষার হলে অনুভূতি হওয়া খুব স্বাভাবিক !!
Posted on: Sat, 03 Jan 2015 18:03:09 +0000

Recently Viewed Topics




© 2015