পূর্বাচলের পানে তাকাই - TopicsExpress



          

পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি। ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি॥ যখন এ কূল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি, মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি॥ সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা। মাঝে মাঝে কোন্ বাতাসে চেনা দিনের গন্ধ আসে, হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি॥ English version: Translated by Anjan Ganguly Looking back after reaching the door of my final destination. I play my flute for Him who is irresponsive to my call. Loads of my merry songs drift way along with my flute, When I’d renounce the bank, cruise on the small boat. My small alley in the woods that was painted with flowers, Detached petals have covered all its signs. Intermittent gush of air carries nostalgic aroma, Heart jolted by the memory of smiles and sobs of bygone days. Artist: Geeta Sen youtube/watch?v=pYoDV4LL6Eo 10
Posted on: Wed, 31 Dec 2014 16:40:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015