পৃথিবীর যতরকম Life system বা Way of - TopicsExpress



          

পৃথিবীর যতরকম Life system বা Way of life আছে, প্রত্যেকটাতেই একটা ভয়ানক বিষয় কমন পাওয়া যায়। Skin Tone Racism অর্থাৎ সাদা কালো বিভক্তি। আপনি যতই “আধুনিক” সমাজে যান, এই রেসিসম অবশ্যই চোখে পড়বে। “আধুনিক” বিশ্বের আকাশ ছোঁয়া অট্টালিকায় বার্নিশ করা ঝকঝকে অফিসগুলোতে সাদা কালো একসাথে অফিস করছে দেখে যদি কেউ মনে করেন, যাক! রেসিসম জাদুঘরে গেছে! তাহলে তিনি ভুল করবেন। ২০০৫ এর সেপ্টেম্বরে হ্যারিকেন ক্যাটরিনা যখন আমেরিকায় আঘাত হানে, তখন সিএনএন এর একজন এঙ্করের কমেন্ট ছিল অনেকটা এমন - The most devastated victims of Hurricane Katrina “are so poor and they are SO BLACK” এরা বিভিন্ন প্রোগ্রাম, ক্যাম্পেইন ইত্যাদি আয়োজন করবে রেসিসমের বিরুদ্ধে, কিন্তু ঠিকই দেখবেন রাস্তাঘাট থেকে শুরু করে সুউচ্চ কর্পোরেট ভবনের ভেতরেও একজন কালোকে “HEY NIGGA!” বলে তাচ্ছিল্য করতে এরা ছাড়ে না। পৃথিবীর সর্বত্রই “আধুনিক” সমাজগুলোতে এখনও এই “প্রাগৈতিহাসিক” কালচার দেখতে পাওয়া। অথচ “মধ্যযুগীয়” ইসলামে গায়ের রঙ তো দূরে থাক, আল্লাহ্ ভীতির মাত্রা ব্যতীত অন্য কোন কারণে এক ব্যক্তিকে ওপর ব্যক্তির ওপর প্রাধান্য দেয়াটাই নিষেধ। বিদায় হাজ্জের ভাষণে রসূলুল্লাহ (সাঃ) স্পষ্টই বলেছেন কোন সাদা চামড়ার কালো চামড়াও ওপর প্রাধান্য নেই। নেই কালো চামড়ার সাদা চামড়ার ওপর প্রাধান্য। ইসলামের ইতিহাস সাক্ষী দেয় যে কিভাবে আফ্রিকান কালো কালো মানুষগুলোকে ইসলাম সুউচ্চ সম্মান দান করেছে। যুদ্ধের ময়দানে সেনাপতি থেকে শুরু করে রসূলুল্লাহ (সাঃ) পরম ভালোবাসার পাত্র পর্যন্ত কালো চামড়ার মানুষের উপস্থিতি। জান্নাত হল স্রষ্টার সর্বশ্রেষ্ঠ পুরষ্কার তাঁর সৃষ্টির প্রতি। পুরুষ সাহাবী হযরত বিলাল (রাঃ) কে রসূলুল্লাহ (সাঃ) সেই জান্নাতে দেখেছিলেন তাঁর আগেই পৌঁছে যেতে। নারী সাহাবী হযরত উম্মু আইমান (রাঃ) কে রসূলুল্লাহ (সাঃ) ঘোষণা করেছিলেন A woman from Jannah হিসেবে। আল্লাহু আকবার! এই দুইজনেই ছিলেন আফ্রিকান কালো চামড়ার মানুষ! [Collected info & Edited]
Posted on: Sun, 17 Aug 2014 08:16:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015