পৃথিবীর সাতশো কোটি মানুষ - TopicsExpress



          

পৃথিবীর সাতশো কোটি মানুষ একটি কমন রোগে আক্রান্ত। প্রত্যেকেই নিজেকে একা মনে করে। রাতে ঘুমাতে যাবার সময় চোখ বন্ধ করে সে যা ভাবে কেউই তা জানে না। সে জানাতে চায় না... আমি অনেক সময় নিয়ে একাকীত্ব রোগের একটা প্রেসক্রিপশন দাড় করিয়েছি। ^_^ আপনি যদি কাউকে প্রশ্ন করেন, আপনি কি একা? সে চট করে বলে দিবে, হা! সে একা। ......যারা চট করে স্বীকার করবে না তাদের আবার প্রশ্ন করুন। চোখ এক দৃষ্টিতে রেখে থুতলি একটু সামনে এনে জিজ্ঞাসা করুন , তারাও বলতে শুরু করবে... হম আসলেই একা ! একাকীত্বের ডেফিনেশন আসলে কেউ পাশে থাকা আর না থাকা নিয়ে না। একজন সফল মানুষকেও আমরা বলতে শুনি - ‘The Winner Stands Alone’ আমরা কাছের মানুষটির মাথায় হাত বুলিয়ে দেই। কখনো কি মাথার ভেতরের চিন্তা গুলোতে হাত বুলিয়েছি? জটিল চিন্তা... কুৎসিত চিন্তা... ... অন্যায় চিন্তা... গুলো সব সময় অপ্রকাশিত থেকে যায়। ......মানুষ একা কেননা সব কথা বলার জন্য সে একমাত্র নিজেকেই বেছে নেয়। কুৎসিত চিন্তাটা বলা যাবে না... সে জেনে গেলে তাকে খারাপ মনে করবে। নিজেকে বলা যাবে। সে নিজে জানে সে আসলে খারাপ না। কাছের মানুষটি ভুল বুঝতে পারে... তবে মানুষ নিজেকে কখনো ভুল বুঝে না। ......কাউকে বিজয়ের গল্প বলার সময় মনে চিন্তা আসে... মানুষটি কি ভাবছে ? নিজের ঢোল নিজে বাজাচ্ছি... এরকম কিছু ভাবছে না তো ? এমন ভাবে বলতে হবে যেন সে এটা মনে না করে... ( শুরু হয়ে গেল মেকানিজম) পরাজিত হবার কোন গল্প বলতে গেলে মাথায় আসে , মানুষটি কী ভাবছে ? সিম্পেথি পাবার জন্য তাকে এসব বলছি... এরকম কিছু ভাবছে না তো? ......আজ বিকেলে কেউ থাপ্পড় মেরেছে গালে... পাওনাদার ফোন করে বিশ্রী ভাষায় গালি দিয়েছে। ফেরার সময় সিঁড়ি দিয়ে উঠার সময় চোখ চলে গিয়েছিল দোতলার আপুর বুকের দিকে। বাসায় এসে আপুকে নিয়ে কিছু বাজে চিন্তাও এসেছে... এই সব চিন্তা গুলো মাঝে মাঝে আসতেই পারে... কাছের মানুষটিকে বলা যায় না... তাকে নিশ্চয়ই খারাপ মনে করবে... নিজেকে বলা যায়। সে নিজেকে চেনে... সে খারাপ না। আমাদের অবচেতন মন সব সময় অপ্রাশিত চিন্তা বলার একটা আশ্রয় খুঁজে। একারণেই অনেককে দেখা যায় নক্ষত্রের দিকে তাকিয়ে কথা বলছে... ঘণ্টার পর ঘণ্টা কথা বলছে গাছের সাথে। ......গাছের তিনটি মাত্র ইন্দ্রিয়। গাছ কথা বুঝে না। পাচ ইন্দ্রিয়র কাউকে প্রয়োজন। তাই শেষমেশ নিজেকেই বেঁছে নিতে হয়। নিজের সাথে নিজে কথা বলে না , এরকম মানুষ পৃথিবীতে নেই। আমার সাজেশন হল... যে কোন একজন মানুষকে বেছে নিন। অনর্গল বলতে শুরু করুন। আপনি কতটা খারাপ , কতটা অহংকারী , কতটা হিংসুটে, কতটা অশ্লীল সব বলতে শুরু করুন। সেই কতটার ভেতরে দেখবেন আরেক ধাপ আছে। যেটা বলতে গিয়ে গলায় আঁটকে গেছে। ...চোখ বন্ধ করে বলে ফেলুন। ওষুধ তিতা হলেও খেতে হয়। এতে শরীর ভাল থাকে। চিন্তা যেমনই হোক কোন একজনকে বলে ফেলুন। এতে মনের শরীর ভাল থাকে। একজন আপনাকে সম্পূর্ণ জেনে গেলে আপনার কিছুই আসে যাবে না। কিন্তু একাকীত্ব রোগটার মুক্তি ঘটবে। কাছের মানুষটির কাছে নিজেকে সপে দিতে হয়, কাউকে সম্পুর্ন জানাতে না পারলে সম্পর্কগুলো অসম্পুর্নই থেকে যায়। মাঝে মাঝে মানুষটি মাথার ভেতরের চিন্তা গুলোতে হাত বুলিয়ে দিবে। চিরুনি দিয়ে আঁচড়িয়ে দেবে এলোমেলো চিন্তা গুলো। চিরুনির ভেতরে খুসকি লেগে আছে? থাকুক না... লিখেছেনঃ- Zunayed Evan
Posted on: Tue, 13 Jan 2015 08:27:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015