প্রেমের চার বছরের মাথায় - TopicsExpress



          

প্রেমের চার বছরের মাথায় স্টুডেন্ট পড়িয়ে প্রচুর পয়সা কামাই করতাম । এক সময় কোচিং .. অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং ইন্টার ফাইনালের কমার্স স্টুডেন্ট পড়িয়ে আমি পেতাম ভালো টাকা । বাবার কাছ থেকে টাকা তো নিতামই না বরং বাবাকে উল্টা টাকা পাঠিয়ে দিতা । গার্ল ফ্রেন্ডের পিছনে যত টাকা খরচ করেছি তা ভাবলে এখন মাঝে মাঝে আতকে উঠি । আমার গার্ল ফ্রেন্ড আবার দুইজনকে ভালোবাসতো । আমাকে এবং ওর পরিচিত আরেক ছেলেকে । আমি ওকে খুব বেশি সময় দিতে পারতাম না । স্টুডেন্ট নিয়েই আমার সময় কেটে যেতো । জান ফ্লেক্সি লাগবে দিয়েছি ,জান এক হাজার টাকা লাগবে দিয়েছি ,জান একটা জামা চয়েস করেছি , কিনে দিয়েছি । জান আমার দুই বান্ধবী তোমাকে দেখবে , অমুক রেস্টুরেন্টে বসে পরিচয় করিয়ে দিবো । বসেছি খেয়েছি বিল মিটিয়েছি । আমি আক্ষেপ করছি না সেই দিন গুলির কথা ভেবে কিংবা সে কেনো এমন করলো তা আপনাদেরকে জানিয়ে কোন অভিযোগও করছি না । স্টুডেন্টদেরকে আমি ফাও পড়াতাম না , টাকা দিতো পড়াতাম । গার্ল ফ্রেন্ডের বেলাতেও তাই .. মাঘনা মাঘনা কেউ এতো খরচ করে না । আমি ভাগ্যে বিশ্বাসী নই , নই আমি আবেগে বিশ্বাসী । জীবন মানে যুদ্ধ । যুদ্ধের ময়দানে আবেগ থাকলে চলে না । যুদ্ধে হারতেও পারি ,জিততেও পারি । যদি হারি তবে নিজের ভুল সংশোধন করে আবার যুদ্ধ করবো । যতদিন বেঁচে থাকবো এ যুদ্ধ চলবে .. অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত চোখে রঙ্গিন চশমা ছিলো । দুনিয়াটাকে লাল নীল বেগুনি লাগতো । তার পর যেদিন জানলাম আমার গার্ল ফ্রেন্ড দুটো প্রেম এক সাথে করে । জানিয়ে দিয়েছিলো ওরই বিস্বস্ত বান্ধবী । আমি ওকে পুরষ্কৃত করেছিলাম । আমার জান ওর বান্ধবী থেকে দূরে থাকতে বলতো । এবং কেনো দূরে থাকতে বলতো তা তো এ বুঝতেই পারলাম । সে দুটা প্রেম করতো এটা জেনেও আমি দেড় বছর প্রেম চালিয়ে গেছি । আগে যা দিতাম তার চেয়ে আরও বেশি গিফট করতাম । শিকারকে দেখতাম কত দূর দৌড়াতে পারে । তার অভিনয় আর নাটকবাজী আমি খুব উপভোগ করতাম । খুব মজা লাগতো । মাঝে মাঝে বিছানায় একা একা শুয়ে থেকে ৫০০ টাকার নোট উলটিয়ে পাল্টিয়ে দেখতাম । কি আছে এতে ? একটা কাগজে ৫০০ সংখ্যাটি ছাপা দেওয়া । তাতেই কি পাওয়ার । ছিলাম ঢাকা শহরে । বুঝতাম সবাই টাকার পাগল । ফেসবুকে আর মানুষের সামনে বয়ান ঝাড়ে টাকা থাকলেই সব হয় না । অন্য দিকে দিন রাত তারাই টাকা টাকা করে । আমি জানি টাকা থাকলেই সুখ আসে না । টাকাতে সব হয় না । তবে এটা আপনাকে মানতেই হবে প্রেম টাকা ছাড়া হয় না । আর নূন্যতম টাকা ছাড়া বেঁচে থাকা যায় না । অভাব যখন দরোজায় এসে দাড়ায় ,ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
Posted on: Wed, 11 Sep 2013 18:55:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015