প্রিয় গ্রুপ - TopicsExpress



          

প্রিয় গ্রুপ মেম্বার, আন্নেগো কাছে আমরা চির কৃতজ্ঞ। আপনাদের নামকরণ গুলা শুইনতে খারাপ লাইগলেও এইগুলো যে অর্থনৈতিক একটা মূল্যয়ন আছে এবং এইসব নামকরণ দ্বারা কেউ কেউ যে, উপকৃত হইতে পারে, তা কাইলগা বোন (bone) এ বোন (bone) টের পাইছি। লেট ফর Example: এই যেমন ডিব্বা। গত কালকের শোক-দিবসে ডিব্বারে RFL এর বিশাল সাইজের বিশাল এক ডিব্বা উপহার দিতাম পাইচ্ছি। যাহা উপহার দাতাদের জন্য খুউব ই সাশ্রয়ী এবং গ্রহিতার জন্য খুউব-ই উপকারি। এখানে উল্ল্যেখ করা ভাল, গ্রহিতা মানে বেকের প্রিয় দিপু ভাইরা গত এক-বছর যাবত, উনারা উনাদের মেস এ ভাতের চাউল রাইখত কোকের বোতলে। সময়ের অভাবে তারা একটা ডিব্বা কিনতে পারছিল না। এমতাবস্থায় কালকে তার জন্মদিনে LTNL এর পক্ষ থেকে প্রাপ্ত উপহার পেয়ে মেসের সকল মেম্বার আনন্দে আত্বহারা। এইজন্য মেসের সকল বিধবা মেম্বাদের পক্ষ থেকে LTNL কে ধন্যবাদ জানাইছেন জনাব ডিব্বা তাইফুল। যাই হউক, আন্নেগো আল্লাহর দোহাই লাগে নতুর করি কারো নাম রাইখবার আগে ঔ জিনিসের বাজার মূল্য দেখি রাইখবেন। বাজার মূল্য কোন ভাবেই যেন ২০০-৩০০ টাকার ক্রস না করে। সকলের আন্তরিক সহযোগিতা একান্তই কাম্য। অনুরোধে, অর্থনৈতিক ধইন্যদশাগ্রস্থ পরিষদের কর্মী।
Posted on: Wed, 24 Sep 2014 18:54:01 +0000

Recently Viewed Topics




© 2015