প্রায় ছয় সাত বছর বয়সে - TopicsExpress



          

প্রায় ছয় সাত বছর বয়সে লেখা কিছু কবিতার মাস্টারপিস পেলাম। বিবর্ণ পাতার কাঁচা হাতের গোটাগোটা লেখা গুলা দেখে মনে হচ্ছে এই কি সেই আমি?? ভাবুক, উদাস এবং যা মনে আসে তাই লিখে কবিতা লেখা, যদিও কোন আগা মাথা নাই আমার সেই কবিতার, নেই কোন অর্থ! তার পর ও কি সরল, কি সহজ, কি হাস্যকর সেই কবিতা! আমি আর আমার বোন সেই উচ্চমার্গের (!) কবিতাগুলা পরে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। আর চোখের সামনে যেন দেখতে পাচ্ছি সেই ছোট্ট আমি কে... দুই জন মানুষকে ধন্যবাদ না দিলেই নয়। এত বছর পর ও সেই দুই জন প্রায় ১৪ বছর আগে লেখা কবিতা যত্ন করে রেখে দিয়েছেন এবং ১৪ বছর পর আমার কাছে পাঠিয়েছেন। my heartiest thanks to my sister Shashwatee Biplob and my brother Duranta Biplob :) (বি দ্র -আমার ফাজিল ছোট বোন Samiha Islam Zinnia ইতিমধ্যে পশু পাখি নিয়ে লেখা অনেক কবিতার একটি -"সাপ" কবিতাটি ফেসবুক এ পোস্ট করে দিয়েছে! এইটা আমাকে অপদস্থ করার ষড়যন্ত্র কিনা বুঝতেসিনা!! যাই হোক, তার লেখা কিছু হাস্যকর গল্প ও আমার কাছে আছে! তার একটার পটভূমি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ !! এবং সে যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ত, তখন লেখা! গল্পের নাম "লিলি ও ইভান" :p গল্পের পটভূমি সিরিয়াস হলেও সেই গল্প সিরিয়াস রকম হাস্যকর। অভিযোগ প্রমানিত হলে আমিও সেটা ফাঁশ করে দিতে পারি! :p )
Posted on: Wed, 02 Oct 2013 07:38:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015