প্রায়ই তোমাকে - TopicsExpress



          

প্রায়ই তোমাকে বলতাম তোমাকে ছাড়া বাঁচতে পারব না । কত বড় মিথ্যা বলছি তাই না ? তোমাকে ছাড়া তো বেঁচেই আছি । কিন্তু একবার ও কি জানতে চেয়েছো যে সত্যিই কি আমি বেঁচে আছি ? উওরে একটা কথাই বলব মানুষ কি তার হ্দয় ছাড়া বাঁচতে পারে ? যে দিন চলে গিয়েছিলে সেদিনই বুঝতে পেরেছিলাম আমার পুরো হ্দয়টা জুরেই ছিলে তুমি । তাইতো তুমি যাওয়ার পর এমন জীবন পাড় করছি যার মাঝে নেই কোন fellings, নেই কোন আনন্দ । জানো এখনও মনের এক কোনে আশার আলো জ্বলে ,মনে মনে ভাবি হয়ত তুমি ফিরে আসবে । তোমাকে অনেক ভালোবাসি ভোটকি। হয়ত এজন্যই বেঁচে আছি । জানো এখন আমি একটু মোটা হয়েছি । এখন আমি সব খাই । এখন তোমার সাথে হাটতে আর uneasy feel করব নাহ । plz চলে এসো ।
Posted on: Sat, 16 Nov 2013 18:30:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015