প্রজেক্টঃ Universal Childrens Day, - TopicsExpress



          

প্রজেক্টঃ Universal Childrens Day, #UCD2014 এসো, মুছে দেই শৈশবের হাহাকার!! শৈশব সে এক অদ্ভুত মজার সময়। সহজ কিছু হিসেবের মাঝে কেটে গেছে সে সব দিনগুলো। দু টাকার ছেড়া নোট নিয়ে একা একেলা মনে হাফ প্যান্টের কোমর টেনে টেনে স্কুলে যাওয়া, বাবার পিছু পিছু চকলেটের জন্য বাজারে যাওয়া, খেলার মাঠে বল কুড়ানো, কিংবা মার্বেলের গোলগাল বল, গোল্লাছুট মাঠে দুরন্ত ছোটাছুটি কিংবা রঙিন লাল জামার গন্ধে কেটে গেছে কত রাত। কিন্তু সবার শৈশব কি এমন? সবাই কি পেয়েছি একজন বটবৃক্ষের ন্যায় আদর্শ বাবা? যে বাবা কাঁধে করে দেখিয়ে এনেছে শাপলা ফুলের মেলা কিংবা মেলা থেকে এনে দিয়েছে মজার কোন খেলনা। সবাইকে কি জন্মের পরই একজন মমতাময়ী বুকে আগলে রেখে নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দিয়েছে? শত আবদার হাসিমুখে মেনে নিয়েছে। না। সবার শৈশব আপনার আমার মত না। জন্মের পর থেকে ছেলেটা আজ অবধি জানলোই না কে তার বাবা? কে তার মা? কি তার পরিচয়? এই সুন্দর পৃথিবীতে এসেই তাকে সব দায়ভার বুঝে নিতে হল। তার জন্য মধুর কোন শৈশব এলো না। স্কুল ব্যাগের বদলে ময়লার ব্যাগ। মায়ের হাতের খাবারের বদলে হোটেলের ময়লা খাবার। পিতার স্নেহের বদলে কত শত পিতার লাত্থি খেয়ে কেটে গেছে সময়। আপনার আশেপাশেই ছেয়ে আছে ওরা। সুন্দর একটা নামও জুড়িয়ে দিয়েছি আমরা। টোকাই। চোখ বন্ধ করে ভাবুন তো এই টোকাই ছেলেটার কি একটা সুন্দর শৈশব পাওয়ার অধিকার নেই? স্কুল ব্যাগ, পেন্সিল আর খাতা হাতে তার কি কিছু সময় পাওনা থাকে না? হ্যাঁ। অবশ্যই আছে। আমরা JAAGO ও Volunteer for Bangladesh বিশ্বাস করি প্রতিটি শিশুর হউক সুন্দর একটি শৈশব। সে স্কুলে যাক, ২ এর সাথে ১ যোগ করুক, উচ্চস্বরে আমাদের ছোট নদী চলে বাকে বাকে পড়ুক, বন্ধুদের সাথে আট দশটা শিশুর মতই মজার খেলায় ডুবে থাকুক, এবং খুব সন্ধ্যায় ক্লান্ত হাসিমুখে ঘরে ফিরুক, সুর করে অ আ পড়ুক, মায়ের হাতের রান্না খেয়ে ঘুমিয়ে পড়ুক, স্বপ্ন দেখুক, একটি সুন্দর স্বপ্ন, যেখানে ময়লা শহর, ডাস্টবিনের গন্ধ, ইটের ভাটার দম বন্ধ করা ধোঁয়া কিংবা গৃহকর্তীর বকুনি থাকবে না। ওরা এক ঘুম ঘুমিয়ে একটি সুন্দর সকালের গল্প সাজাবে। আমরা ওদের নিয়ে স্বপ্ন দেখি। আসুন পরিবর্তনের পথে গেয়ে যাই জীবনের জয়গান। ~ রবিউল আউয়াল, General Secretary, #VBD Noakhali District #InvestInFuture | #VBD | #JAAGO | #YellowArmy | #UCD2014
Posted on: Thu, 23 Oct 2014 17:20:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015