প্রতিদিন বাংলাদেশে - TopicsExpress



          

প্রতিদিন বাংলাদেশে হাজারের উপর ব্যাগ রক্ত প্রয়োজন হয়। এই রক্ত জোগাড় করতে যেয়ে রোগীর স্বজনদের ঘাম ছুটে যায়। এই ক্ষেত্রে বাংলাদেশের ফেসবুক-ব্যবহারকারীরা এগিয়ে এসেছে। প্রতিদিন এই ফেসবুক-ব্যবহারকারীরাই স্বেচ্ছায় জোগাড় করে দিচ্ছে এই রক্ত। ফেসবুক প্রোফাইলে ব্যবহারকারী সম্পর্কে অনেক তথ্য থাকে কিন্তু নেই রক্তের গ্রুপের তথ্য। যদি এই তথ্য দেয়া থাকে, তাহলে- জরুরী রক্তের প্রয়োজনে উক্ত ব্যবহারকারীকে স্বেচ্ছায় রক্ত দেয়ার জন্য নক করতে পারবো, খুব দ্রুত সময়ে রক্ত জোগাড় হয়ে যাবে, রক্ত জোগাড় করতে যেয়ে রোগীর স্বজনদের যেই ধকলটা পোহাতে হয়, তা অনেকটা কমে যাবে। তাই, আসুন দুই মিনিট ব্যয় করে ফেসবুক-প্রোফাইল-ইনফোতে রক্তের গ্রুপ যোগ করার জন্য ফেসবুক-টিমকে মেইল পাঠাই... --- নিচে উল্লেখিত নিয়ম অনুসরন করুন --- 1. আপনার ফেসবুক / মেইল account এ log in করে compose মেইলে যান। 2. To (বরাবর )- এ press@fb লিখুন। 3. Description- এ লিখুন: Subject: Request to add Blood Group option in Facebook Profile. Dear Facebook Team, The main uses of blood are to treat patients with cancer, in emergency departments, for women following childbirth, routine operations, routine transfusions to those with blood diseases such as sickle cell and low iron counts such as anemia, etc. Everyday 3,00,000 bags of blood are needed throughout the world. Most of these demand fulfills through blood donors. Blood donors help to save and improve thousands of lives every year. Now-a-days, Millions of people around the world use facebook as social network. So, Facebook can also be used as a source of blood donors. So, It will be appreciated if Facebook Team add Blood Group option in Facebook Profile. Thanks for your consideration & cooperation. With Regards, আপনার পুরো নাম ইংরেজিতে লিখুন। আপনার পেশা উল্লেখ করুন। ========================== পোস্টটি প্রচারের দায়িত্ব আপনার, যদি আপনি মনে করেন এটির প্রয়োজন আছে। নিজে মেইল পাঠান ও শেয়ার করে, কপি পেস্ট করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে..
Posted on: Wed, 06 Nov 2013 07:47:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015