প্রতিদিন শুনি হিজবুত - TopicsExpress



          

প্রতিদিন শুনি হিজবুত তাহরির বা হরকাতুল জিহাদ বাংলাদেশ হুজি বা আনছারুল্লাহ বাংলা টিমের সদস্য বা জামায়াতুল মোজাহিদীন এসব নিষিদ্ধ সংগঠনের নেতা বা সদস্য গোয়েন্দা পুলিশ বা র্যাব গ্রেপ্তার করেন। কিন্তু ফটিকছড়ি উপজেলার ভূজপুরে গড়ে তুলতেছে দিনের পর দিন জঙ্গি র তৎপরতা। অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ। এই ঘাতক এমন ভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেন কেউ না জানে। কিন্তু সত্য কখনো গোপন থাকেনা। এই ঘাতক ভূজপুরে যা করতে চাচ্ছে কখনো বাংলাদেশের মানুষ তা মেনে নেবেনা। কারণ বাংলাদেশে কোন জঙ্গির স্থান নেই। যাদের কাছে বঙ্গ বন্ধুর আদর্শ আছে এবং যাদের কাছে ৭১ এর চেতনা আছে যাদের দেশ প্রেম আছে। তারা অবশ্যই এ ঘাতক কে গ্রেপ্তার করার জন্য জোর দাবী জানাবে। অতীতে ঘটে যাওয়া ভূজপুর ট্রাজেডি তার পরিকল্পনার success plan । এ হুজি নেতা ভূজপুর থানার সাবেক ওসি কবির হোসেনের সাথে close Relation ships থাকার কারনে ভূজপুর ট্রাজেডির মামলা থেকে অব্যাহতি পায়। এবং এ হুজি নেতা জানেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোন জঙ্গিবাদের স্থান নেই। তাই সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে গোপনে। শুেনছি সে তার জঙ্গি বাদের পোগ্রাম ও মিটিং ভূজপুরের এমন জায়গায় করে যে স্থানের খবর কেউ জানেনা। তার সাথে ভারতের বিচ্ছিন্নতা বাদী সংগঠন এবং আই এস আই সহ বিভিন্ন বিদেশি জঙ্গি সংগঠনের সাথে তার সুসম্পর্ক আছে। সে তাদের সাথে যোগাযোগ করে তার ফেসবুকের মাধ্যমে। নিষিদ্ধ সংগঠনের চট্রগ্রাম বিভাগীয় এ হুজি নেতা তার ছাত্র জীবন থেকে হরকাতুল জিহাদ বাংলাদেশ এ সংগঠনের কাজ করছে। এ দিকে তার ভাই হোসাইন মোহাম্মদ শাহজান একটা সংগঠন প্রতিস্টিত করে দেশের মঙ্গলের জন্য কাজ করছে। আর সে বাংলাদেশে জঙ্গি হামলা করার পরিকল্পনা করছে। অতীতে তার মুখ থেকে শুনেছি বাংলাদেশে একবার ৬৪ জেলায় একসাথে বোমা ফুটে ছিল সে ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। গত কিছুদিন আগে কার স্টাটাস থেকে পড়েছিলাম। বর্তমান ভূজপুর থানার ইনচার্জ ওসি জাহেদুল কবীর Open House day নামক একটা অনুস্ঠান করে ছিলেন। ওই অনুস্ঠানে ভূজপুরের মান্য গন্য ব্যক্তি কে আমনত্রণ করা হয়ে ছিল। তার মধ্যে উপস্থিত ছিলেন ভূজপুরের সাবেক চেয়ারম্যান নূরুল আলম আজাদ এবং ইব্রহীম মেম্বার সহ আরো অনেকে। ওই অনুস্ঠানে ভূজপুর থানার ইনচার্জ জাহেদুল কবীর সাহেব বলেছেন পুলিশ দের কে বন্ধু মনে করবেন আরো বলেছেন কোন ধরনের জঙ্গি বাদ কে আশ্রয় প্রশ্রয় না দিতে। এবং কোন ধরনের জঙ্গিবাদের আভাস বা ইসারা পেলে উনাকে অবহিত করার জন্য বলেছেন। বাংলােদশ আওয়ামী লীগ. গণজাগরণ মঞ্চ বাংলােদশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং শেখ হাসিনার সরকার কে স্বাগত জানাই। আমি প্রথমে জোর দাবি জানাচ্ছি ভূজপুরের নিরীহ নিস্পাপ জনগন এবং ফটিকছড়ি বাসীর পক্ষ থেকে বর্তমান ভূজপুর থানার ইনচার্জ ওসি জাহেদুল কবীর কে এবং বাংলােদশ গোয়েন্দা পুলিশ আর র্যাব কে এবং বাংলােদশ সরকার কে এই ঘাতক কে গ্রেপ্তার করে সঠিক তথ্য বের করে দৃস্টান্ত মুলক শাস্তি দেওয়ার জন্য। এই ঘাতক জে এমবি নেতার ঠিকানা। নামঃ মাওলানা মুফতি মিজানুর রহমান। পিতাঃ মুহাম্মদ আবুল হোসেন। গ্রামঃ পশ্চিম ভূজপুর কালাবী পাড়া। থানাঃ ভূজপুর। উপজেলাঃ ফটিকছড়ি। জেলাঃ চট্রগ্রাম। এ স্টেটাস টা শেয়ার করে বাংলােদশ কে কলুষিত জঙ্গি বাদ মুক্ত করার জন্য বাংলার যুব সমাজ কে অনুরোধ জ্ঞাপন করছি।
Posted on: Thu, 13 Nov 2014 01:57:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015