প্রতিনিয়ত সারা - TopicsExpress



          

প্রতিনিয়ত সারা বাংলাদেশে অসংখ্য ব্যাগ রক্তের প্রয়োজন। অনেকে মিলে কাজ করেও হয়তো এখনো এই রক্তের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হয়নি। যার মুল কারন সচেতনতার অভাব। হা আমরা এখনো পুরোপুরি সচেতন নই। যেদিন আমার বা আপনার রক্তের দরকার হয় সেদিন বুঝি রক্ত কি! তবে সচেতনতা নেই বলে যে কখনো আসবে না তা নয়। এই রক্তদান সম্পর্কে সচেতনতা গড়তে আমার দুই ভাই বেড়িয়ে পরেছে এবার। Nazrul Islam এবং Magur Rubayet ভাই আগামীকাল ২৩ নভেম্বর ২০১৩ তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন। RIDE FOR BLOOD শুরু হচ্ছে সারা বাংলাদেশের মানুষকে জাগাতে। আরও একটি বার মনে করে দিতে রক্তদান কি? রক্তের বন্ধন কি? সর্বোপরি রক্ত কি? তাদেরকে অভিনন্দন জানাই এমন একটা কাজ শুরু করার জন্য। এতে কি হবে তা আমি ভাবি না। শুধু এতটুকু জানি এই RIDE FOR BLOOD -এর মাধ্যমে যদি একজনও রক্তদানে এগিয়ে আসে তাহলে সেটাই হবে আমাদের পাওয়া। ...... হয়তো হবে একটি শিশুর আরও কিছুক্ষণ বেঁচে থাকার আশা। RIDE FOR BLOOD সম্ভাব্য রুটঃ বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড়-রংপুর-বগুড়া-সিরাজগঞ্জ-টাঙ্গাইল-গাজিপুর-ঢাকা-নারায়ণগঞ্জ-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ। মোট পথঃ ১০৪৩ কি.মি. (+) বাহনঃ বাই সাইকেল উদ্দেশ্যঃ - বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা - দেশ ব্যাপী রক্তদান বিষয়ে মানুষকে সচেতন করা - কিভাবে নিজে নিজেই প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা যায় সেটা শেখানো - ডোনার গ্রুপ তৈরি করা - ভলান্টিয়ার গ্রুপ তৈরি করা - রক্তের গ্রুপ নির্ণয় করার পদ্ধতি শেখানো RIDE FOR BLOOD এর যাত্রা পথে যে জেলা গুলো পড়বে সেই জেলার যারা যারা আছেন তারা যদি তাদের সাথে যোগ দিতে চান, ক্যাম্পেইন করতে চান অথবা সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগঃ 01686959899 (রুবায়েত), 01717173992 (নজরুল)
Posted on: Fri, 22 Nov 2013 07:59:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015