প্রতি পূর্নিমায় একা একা - TopicsExpress



          

প্রতি পূর্নিমায় একা একা বাঁরান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখার নেশা ছাড়তে পারিনি এখনো।আজ ও দেখছি।আর আজকের চাঁদটা তো এক টু স্পেশাল,যাকে বলে পূর্ন চাঁদ।আমাদের অনেক কাছে এসেছে ওটা। আর কখনো এতো কাছে না ও আসছে পারে। মিস না করে সবাই দেখে নিবেন এক টু সময় করে।মন ভালো থাকলে আরো ভালো আর খারাপ থাকলে তো ভালো হবেই।কিছু জিনিস দেখাতেই প্রকৃত সুখ মেলে।
Posted on: Sun, 23 Jun 2013 14:46:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015