প্রত্যেকেরই একটা বয়স আসে - TopicsExpress



          

প্রত্যেকেরই একটা বয়স আসে যে বয়সে রবীন্দ্রসঙ্গীত জিনিসটা ভাল লাগা শুরু করে। সম্ভবত তখন থেকেই নিজেকে বৃদ্ধ ভাবা শুরু করা যায়! আরও সহজ করে বললে পরিপক্ক মনে করা যায়। আমার মনে হয় সেটা শুরু হওয়ার পথে! :P গত কয়েকদিনে লক্ষ্য করলার বেশ অনেকগুলা রবীন্দ্রসঙ্গীতের হিন্দি ভার্সন এমনকি ইংলিশ ভার্সনও আছে! ভার্সনগুলো রবীন্দ্রনাথ নিজে করে গেছে কিনা আমি জানিনা। এতো জঘন্য আর বিরক্তিকর জিনিস রবীন্দ্রনাথ করবে না বলেই আমার বিশ্বাস। আর যদি করেও থাকে তাহলে তিনি খুব ভাল করেই বুঝে গিয়েছিলেন বাংলা গানের সুরে যতই চাপাচাপি করা হোক হিন্দি বা ইংলিশ গাওয়া সম্ভব না। এজন্যই হয়তো খুব বেশি চেষ্টাও করেননি। একটা ভিডিও শেয়ার দিচ্ছি। এখানে তুমি কেমন করে গান কর হে গুণী গানটা প্রথমে হিন্দি, তারপর ইংরেজি এবং সবশেষে বাংলায় গাওয়া হয়েছে। হিন্দি আর ইংরেজি কেমন লাগে এটা যার যার আগ্রহ আছে তারা নিজেরাই শুনে নিন। বাংলাটা শুনলে শরীরে কাটা দিয়ে ওঠে! আসলেই বাংলার তুলনা বাংলা নিজেই। ^_^
Posted on: Fri, 12 Dec 2014 08:26:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015