প্রথম আলো পত্রিকা টা - TopicsExpress



          

প্রথম আলো পত্রিকা টা হাতে নিয়ে আজ শিউরে উঠলাম । বেগম রোকেয়া চেয়েছিলেন নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে । নারী জাগরণের ধারাবাহিকতায় আজ সমাজে তারা নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন, কোন কোন ক্ষেত্রে একটু বেশি । কিন্তু সারা রাত বাইরে থাকার জন্য যদি আন্দোলন করা হয় এটা কি বেগম রোকেয়া চেয়েছিলেন !! রাত ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের গেট বন্ধ করার উদ্যোগ নিয়েছেন প্রশাসন । সম্প্রতি এই বিধি নিষেধ জারি করার প্রতিবাদে আন্দোলন করছেন কিছু শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠন । আমি অবাক হয়ে যাই এই দৃশ্য দেখে !! এই বিশ্ববিদ্যালয়টির পরিবেশ এবং নারী কেলেঙ্কারি সম্পর্কে সবাই-ই কম বেশি জানে । এখনো অনেক পরিবার এখানে তাদের মেয়েদের ভর্তি করাতে ভয় পায় নিরাপত্তা হীনতার ভয়ে । বিভিন্ন সময় মেয়েদের হলের মধ্যে পরিবারের শিক্ষা বিবর্জিত কিছু ছেলেদের খুঁজে পাওয়া যায় । বিশাল আয়তনের এই বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে ফেরার কোন সুনির্দিষ্ট সময় না থাকার ফলশ্রুতিতে কি হয় এটা না বললেও চলে !! যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশে মেয়েদের হল গুলো ৯ টায় এবং ইডেনের প্রধান ফটক ৮ টায় বন্ধ হয়ে যাওয়ার পর-ও এখানের শিক্ষার্থী,শিক্ষক-রা এগুলো নিয়ে ভাবার সময় পান না সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল গুলো সারা রাত খোলা রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা কেন আন্দোলন করে আমি বুঝিনা । !! সবার কথা বলছি না , কিছু শিক্ষক- শিক্ষার্থী এতে অনেক খুশি । কারন এতে তাদের নিরাপত্তা বেড়েছে , সম্মান বেড়েছে,কমেনি । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কিছু শিক্ষক খুঁজে পাওয়া যায় যারা সারা বছর শিক্ষার্থীদের পড়ানোর থেকে নারী ঘটিত বিষয় নিয়ে বেশি busy থাকেন । JU তে এর সংখ্যা টা যে একটু বেশি এটা কে না জানে !! একটা বাস্তব অভিজ্ঞতা share করছি: গত বছর আমার এক মেয়ে স্টুডেন্ট কোথাও চান্স না পেয়ে JU তে ভর্তি হবার জন্য বিকল্প উপায় খুজতে থাকে । তার এক বন্ধুর সহযোগিতায় সে এক শিক্ষক কে খুঁজে পায় যে কিনা একটা subject এর প্রস্ন করার দায়িত্ব পেয়েছেন । ওই বন্ধুর ( শিক্ষকটির কাছের আত্মীয়) মাধ্যমে ওই মেয়ে জানতে পারে শিক্ষকটি তাকে ভর্তি করিয়ে দিবে বিকল্প ভাবে কিন্তু কিছু condition !!! টাকা নয় ! অন্য কিছু !! তাও দীর্ঘদিনের জন্য । সেগুলো আর না- ই বললাম । আমার স্টুডেন্ট টি ভাল পরিবারের মেয়ে ছিল বিধায় সে আর এই সুযোগ টা নেয়নি । but ঘটনাটা আমি জানার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম—এ কোন সভ্যতা !! এছাড়াও কয়েকবছর আগে শুনেছিলাম ওখানে নাকি rape করার century উদযাপন করেছে একজন মহামানব । যাই হোক প্রগতিশীল মানুষদের প্রগতির ধারে কাছে যাবার সাধ্য আমার নেই তবুও ইচ্ছা হয় একটু যাই । গিয়ে ওদেরকে মানুষ বানিয়ে দিয়ে আসি । ( লেখাটা পড়ে কেউ কষ্ট পেলে – আমার ID থেকে চলে যাবেন ,খুশি হব )
Posted on: Thu, 11 Dec 2014 15:12:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015