প্রথম আলোর জনৈক পাঠকের - TopicsExpress



          

প্রথম আলোর জনৈক পাঠকের মন্তব্য ; -------- M M Rahaman ২০১৪-১২-১৩ এতবড় একটি পরিবেশ বিপর্যয় অথচ এথন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ তো দুরের কথা একটি পরিষ্কার বিবৃতি পর্যন্ত দেখলাম না সরকারের উচ্চ পর্যায় থেকে। পরিবেশ মন্ত্রী এবং সচিব বিদেশে তো কি হয়েছে? আল্লাহ না করুক দেশে যদি কখনো নৌ দুর্ঘটনা হয় আর নৌ মন্ত্রী যদি দেশে না থাকে তবে কি উদ্ধার অভিযান চালানো যাবে না? আর এই ডিজিটাল যুগে মঙ্গল গ্রহে বসেও পৃথিবীর সাথে যোগাযোগ করা যায় আর কোথায় পেরু থেকে বাংলাদেশ। রাজনৈতিক ইস্যু হলেতো এতোক্ষনে একেক জনের কথার তুবরি ছুটতো। বক্তৃতা আর বিবৃতির ছড়াছড়ি... এখন তারা কোথায়?
Posted on: Sat, 13 Dec 2014 06:19:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015