প্রথম পাতার খবর,শিক্ষককে - TopicsExpress



          

প্রথম পাতার খবর,শিক্ষককে কুপিয়ে মেরেছে ছাত্ররা।শেষ পাতার খবর হচ্ছে,স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র- খবরগুলো হয়তো সবার চোখে পড়ে,কেউ এটা নোটিস করেনা যে,এই দুই ঘটনার সম্পর্ক অতি গভীর।প্রথমপাতার ঘটনার জন্য দায়ী শেষ পাতার ইতিহাস।ছাত্র ওটা শিখে এসেছে শিক্ষকের কাছ থেকেই।সহিংসতার প্রথম শিক্ষা স্কুলের শিক্ষকদের কাছেই শিশুরা পেয়ে আসে।একসময় তা demonstration করে দেখালে শিক্ষার্থীদের কিভাবে দোষ দেয়া যায়?আমাদের দোষ খুবই স্পস্ট,আমরা প্রথম পাতার খবর দেই শেষের পাতায়,আর শেষেরটা কে প্রথমে।কোন খবর কোন গুরুত্বে নিতে হবে,সেটা বুঝবার যোগ্যতাই নেই আমাদের।ফলশ্রুতিতে,আমরা পাচ্ছি টপ টু বটম একটা সহিংসতাপুর্ন সমাজ।
Posted on: Fri, 29 Aug 2014 05:49:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015