প্রথম যখন মোবাইল চালাই - TopicsExpress



          

প্রথম যখন মোবাইল চালাই তখন মোবাইলের দামের চাইতে কল চার্জের মাত্রা ছিলো বেশি। প্রতি মিনিট ৫:৩০ টাকার উপর কাটতো। আর মোবাইল ছিলো নিতান্তই সাদাকালো। ওই সময় ইনকামিং এবং আউটগোয়িং ছিলো খুবই সীমিত। চরম পরম বিশেষ দরকার ছাড়া কেউকে কল করতো না। ওই সময় সবার মধ্যে যেটা ব্যাপক ছিলো সেটা হচ্ছে মিসকল। প্রচুর মিসকল পাওয়া যেত। বলা যায় মিসকলেই মনের ভাব আদান প্রদান হতো। কোন বন্ধুকে লাগাতার মিসকল দিলে সে বুঝতো তাকে আড্ডার জন্য ডাকা হচ্ছে, জায়গামত হাজির হয়ে যেত। আবার মিসকল ছিলো বিরক্ত করার অন্যতম একটি মাধ্যম। বখাটে ছেলেরা অপরিচিত নম্বরে পাইকারি মিসকল দিত এই আশায় যে, যাকে মিসকল দেয়া হচ্ছে সে হয়তো কোন মেয়ে। হা হা হা। এসএমএসের রেটও খুব একটা কম ছিলো না। আর ইন্টারনেটের কথাতো চিন্তাই করা যায় না। কিছু মোবাইলে ইন্টারনেট ব্যবস্থা ছিলো কিন্তু ইন্টারনেট প্যাকেজ না থাকায় কেউ শখ করে বহু কষ্ট করে দীর্ঘ সময় ধরে লোডিং করে নেটে ঢুকলে একটু পরে মেসেজ আসতো আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই। তারমানে দুই এক মিনিটেই সব টাকা সাফ। আর এখনতো হচ্ছে আইফোন, গ্যালাক্সি, এক্সপেরিয়ার ছড়াছড়ি, সেই সাথে সকলের সুবিধার জন্য আছে সিম্ফোনি, ওয়ালটন ইত্যাদি। দশ টাকা দিয়া সারাদিন কথা কওন যায়। মিসকল দিল শুনতে হয় গালি। দুই টাকা দিয়ে আনলিমিটেড এসএমএস। ইন্টারনেটের ব্যাপকতায় এসএমএসের মার্কেট অবশ্য মন্দা। এখন মানুষ ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসএপ, ভাইবার, স্কাইপিতে ব্যস্ত। সেই সাথে আছে ফ্রি নেট ব্রাউজিং এর ব্যাপক অফার। দিন পাল্টাছছে পরিবর্তন হচ্ছে পৃথিবী, সেই সাথে বাড়ছে অপরাধ। নতুন নতুন ক্রাইমের জন্ম হচ্ছে.... সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে মানুষ । হচ্ছে পর্নোগ্রাফির ব্যাপক বিস্তার। বাড়ছে পরকীয়, হচ্ছে অবৈধ প্রেম সেই সুত্রে ধর্ষন। সে ধর্ষনের চিত্র মুহূর্তে ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে। ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। দশ বছর আগের প্রযুক্তির চিত্র ছিলো একরকম, আজ সম্পূর্ণ ব্যতিক্রম, আগামী দশ বছর পর কোথায় পৌঁছাবে কে জানে ??? সভ্যতার নামে অসভ্যতার হাতছানি কি আমাদের ডাকছে ????
Posted on: Sat, 20 Sep 2014 06:20:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015