প্রধানমন্ত্রীই ইসলামের - TopicsExpress



          

প্রধানমন্ত্রীই ইসলামের প্রকৃত রক্ষক : নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার কখনো মাথায় কাপড় পড়ে না, প্রতিদিন ফজর নামাজ পড়েন। তিনি ইসলামের কোনো ক্ষতি করতে পারেন না। প্রকৃতপক্ষে তিনিই এদেশের ইসলামের রক্ষক। তিনি বলেন, যারা নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়। মেয়েদের ৫ম শ্রেণীর বেশি পড়ানো উচিত নয় বলে ফতোয়া দেয়; সেই হেফাজত নেতারাই ইসলামের দুশমন। অথচ রাসুল (স.) বলেছেন, শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও সেখানে যাও। মোহাম্মদ নাসিম বলেন, খালেদা-নিজামীর দুঃশাসন আর যেন এদেশে না আসে, আবার যেন তালেবান ও জঙ্গিবাদের উত্থান না হয়। এজন্য এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
Posted on: Thu, 25 Jul 2013 15:15:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015