প্রধানমন্ত্রীপুত্র - TopicsExpress



          

প্রধানমন্ত্রীপুত্র জয়ের কাছে মাহীর ৩টি প্রশ্ন! বিকল্প ধারার যুগ্ম সাধারণ সম্পাদক মাহী বি. চৌধুরী প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে স্বাগত জানিয়ে তার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তিনি। রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিকল্প ছাত্রধারা’ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় মাহী বি.চৌধুরী এ প্রশ্ন রাখেন। মাহী বি. চৌধুরীর প্রশ্নগুলো হলো: ১) আপনি তো তরুণ নেতা, ছাত্রলীগ কি আপনি পরিচালনা করেন? ২)আপনাকে বলতে হবে বিগত ৫ বছরে ছাত্রলীগের অর্জন কী ছিল, বাংলাদেশের মানুষকে কতটুকু শান্তি তারা দিয়েছে? ৩) আর আগামী ৫ বছরে ছাত্রলীগ কী করবে? এ সময় বিকল্প ধারার এই নেতা বলেন, ‘বাংলাদেশের ধুলা-মাটি, শ্রম, শ্রমিকের ঘাম স্পর্শ তো দূরের কথা এসব জয়ের ধারেকাছে ঘেষতে পারেনি। তাহলে তিনি এদেশে কিভাবে রাজনীতি করবেন? তিনি তো আবারও আমেরিকায় উড়াল দিবেন।’ জয়েকে উদ্দেশ্য করে মাহী বি. চৌধুরী বলেন, আগামী পাঁচ বছর আপনি বাংলাদেশে থাকবেন কিনা তা জাতির কাছে আগে অঙ্গিকার করতে হবে। তারপর এদেশের মানুষ রাজনীতিতে আপনাকে গ্রহণ করবে। বিকল্প ছাত্রধারার সভাপতি ওয়াসিল চৌধুরির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিকল্প ছাত্রধারার সহ-সভাপতি সৈয়দ পিয়াস, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরি, তথ্য ও গবেষণা সম্পাদক এএম আবেদীন খালেক প্রমুখ। সুত্র: বাংলাদেশের কন্ঠ (The Voice of Bangladesh)
Posted on: Mon, 16 Sep 2013 05:09:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015