প্রধানমন্ত্রী শেখ - TopicsExpress



          

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারের উল্লেখ করতে গেলেই ‘চোর’ আর ‘খুনি’ ছাড়া অন্য কথা খুঁজে পান না-সেই সাথে তাঁর প্রতিটা কথাতেই থাকে কুরুচীর ইংগীত। দিল্লি থেকে হীরক রাজা সেই যে তাঁর মগজ ধোলাই করে শেখানো হয়েছিল,সেই মিথ্যা তাঁর মগজে প্রোথিত করা হয়েছিল, তিনি আজ পর্যন্ত তার প্রভাব কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু সত্য ইতোমধ্যে প্রকাশ পাচ্ছে ভবিষ্যতে বিস্তারিত প্রকাশ পাবেই। প্রধানমন্ত্রীর ছেলে সম্পর্কে মাত্র একটা দুর্নীতির সত্য খবর ব্যাপকভাবে জানাজানি হয়ে গিয়েছিল। সে খবর প্রকাশ করার দায়ে আমার দেশ এবং অনলাইন নিউজ পোর্টাল শীষ কাগজ-এর সম্পাদক ও পত্রিকার প্রতিবেদককে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে,আওয়ামী লীগের গুণ্ডারা তাঁদের হত্যার চেষ্টাও করেছিল। যুক্তরাষ্ট্রে প্রবাসী যারা প্রধানমন্ত্রীর ছেলের সম্পত্তি ও জীবনযাত্রার স্টাইল দেখেছেন এবং জানেন যে সে অনুপাতে তার আয়-উপার্জনের কোনো সংগতি নেই বলেই বিশ্বাস করেন। স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পূর্ববর্তী মেয়াদকালের দুর্নীতির ১৭টি মামলা সম্বন্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ ছিল বলে তখন জানা গিয়েছিল(সেই তথ্য প্রমান এখনও লেঃজেঃ মাসুদ উদ্দীন চৌধুরীর হাতে থাকায় ৪র্থ বারেরমত তার চাকুরীর মেয়াদ বাড়ানো হয়েছে)। কিন্তু একজন থার্ড ক্লাস উকিলের অধীনে(যার বড় ভাই স্বাধীনতা বিরোধী হিসেবে স্বীকৃত) নিযুক্ত একটি আওয়ামী লীগ-দলীয় কমিটি সে মামলাগুলো থেকে প্রধানমন্ত্রীকে অব্যাহতি দিয়েছে। এই কুখ্যাত কমিটি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রুজু করা ৮ হাজারেরও বেশি মামলা একইভাবে তুলে নিয়েছে। যারমধ্যে অনেকগুলো খুন, ধর্ষনের মামলাও ছিল। একটি মামলা ছিল আওয়ামী লীগের তত্কালীন সংসদ সদস্য ড. এইচ বি ইকবাল ও তার চেলাদের বিরুদ্ধে। খিলগাঁওয়ে বিএনপির এক মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা সম্বন্ধে মিডিয়ায় প্রকাশিত বহু আলোকচিত্রেও পিস্তল ও রিভলবার-সহ ড. ইকবালকে ঘিরে থাকা খুনিদের আলোকচিত্র প্রকাশিত ও প্রচারিত হয়েছিল। মাননীয় প্রধান মন্ত্রী, আপনার কথা আপনার কিছু চাটুকার ছাড়া আর কেউ বিশ্বাস করেনা-তার প্রমান ইতোমধ্যেই সদ্য সমাপ্ত ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে জনগন প্রমান করেছেন।
Posted on: Sun, 07 Jul 2013 04:33:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015