প্রফেশন এবং প্যাশন দুটি - TopicsExpress



          

প্রফেশন এবং প্যাশন দুটি ভিন্ন শব্দ। অর্থ এবং সঙ্গায়নের দিক থেকেও শব্দ গুলো ভিন্ন। তবুও দুটুর মধ্যে বেশ মিল আছে। যেই প্যাশনটা প্রতিনিয়ত নিজের মাঝে বিরাজমান থাকে সেটাই প্রফেশন হিসেবে পরবর্তিতে দৃশ্যমান হয়। সিনেভিশন বাংলাদেশ লিমিটেড এর ফাউন্ডার এবং আমাদের স্বাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক জাফর ফিরোজ ভাই বলেছিলেন, প্যাশনটাকে গুরুত্ব সহকারে গ্রহন কর। দেখবে পরবর্তিতে তা প্রফেশন হিসেবেই জীবন পাল্টে দিবে। তখন আমার প্রশ্নটা ছিলো এমন, একজন মানুষ কি একের অধিক প্রফেশনাল কাজে নিজেকে নিয়োজিত করতে পারে? তখন তিনি স্মিত হেসে বলেছিলেন, প্রত্যাশাকে প্রাপ্তিতে রুপান্তর করা এবং নিজেকে জাতির কাছে সফল ভাবে উপস্থাপন করার মূল মন্ত্র হচ্ছে, যে কাজের প্রতি তুমি আগ্রহী সেটাই করতে চেষ্টা কর। যদি আগ্রহটা একের অধিকও হয়। এর সাথেও তিনি একজন সফল ব্যক্তির কথাও বলেছিলো। যে অতি অল্প বয়সে স্টুডেন্টদের জন্য ম্যাগাজিন দিয়ে শুরু করে বর্তমানে বিশ্বের সব চাইতে ব্যবসা সফল এয়ারলাইন্স এর মালিক। এবং পৃথিবীর নানা মুখি ব্যবসায় তার সফলতা অনেক। সে ইতিহাস জানাতে হলে বলতে হবে অনেক কথা। তাই সে দিকে না যাই। প্রত্যেকটা মানুষ ছোট কাল থেকেই স্বপ্ন দেখে সে ইন্জিনিয়ার হবে, ডাক্তার হবে কিংবা অন্য কোনো বড় পেশায় কাজ করবে। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়, তুমি এসব হতে চাও কেন? তখন ছোট ছেলে/মেয়েটি একজনের উদাহরণ দিবে। অর্থাৎ তার কাছে সেই ব্যক্তিটি জলজ্যান্ত মডেল। কিন্তু সে যখন বড় হবে তখন কোন জিনিসটায় তার আগ্রহ, সে দিকটার প্রতি সে মনযোগ দিবে। আর এটাই বাস্তবতা। নিউরো সাইন্টিস্টদের গবেষনার ফলাফল হিসেবে দেখা গেছে, কোনো মানুষ যখন তার মস্তিকে বারবার একই জিনিস প্রবেশ করায় তখন সেই জিনিসটি তাকে প্রবাহিত করে। এবং ঐ কাজটি করতে সর্বাপেক্ষায় বেশি সহযোগিতা করে। তাই আমার মতে, একটা মানুষ যখন সফল হওয়ার স্বপ্ন দেখে তখন যেন সে ঐ বিষয়টার প্রতি লেগে থাকে। সেটা হোক একটি কিংবা একের অধিক। তাই নিজের আগ্রহ আছে এমন কাজ গুলোতে নিজেকে নিয়োযিত করো। দেখবে ক্ষমতা না থাকলে আগ্রহ থেকেই ফিড ব্যাক পাওয়া যাবে। এবং আগ্রহটাকে পরিপূর্ণ করার জন্য সব চেয়ে প্রয়োযনীয় বিষয়টি হচ্ছে, তুমি কেন এই বিষয়টার প্রতি আগ্রহ দেখাচ্ছো সেটা নিজের কাছে স্পষ্ট হতে হবে। না হলে কিছু দিনের মধ্যেই আগ্রহটা যুক্তি হারাবে। এবং সেই স্থান থেকে তুমি প্রশ্চাত মুখি হবে। এতে তোমার যে সময় টুকু খরচ হবে তা কখনো ফিরে পাবে না। সর্বশেষ যে কথাটুকু বলবো, নিজের ইচ্ছে, আগ্রহ টুকুকে নিজের কাজে পরিণত কর প্রফেশন কিংবা প্যাশন হিসেবে। পরবর্তিতে তা নিয়েই লেগে থাকো। দেখবে প্রাপ্তি গুলো প্রত্যাশায় রুপান্তরিত হয়েছে। বিঃদ্রঃ যা আমি বিশ্বাস করি তাই লিখি। এই লেখাটাও তাই। আর অবশ্যই এটা নিজের জন্য লেখা। কাউকে উপদেশ হিসেবে এসব বলার কোনো যোগ্যতা আমার নেই। তবুও নিজের চিন্তা ধারা দিয়ে যদি অন্যের বিন্দু মাত্র উপকার করতে পারি মন্দ কি?
Posted on: Sun, 28 Sep 2014 15:41:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015