প্রবাদ প্রবোচন -- প্রায়ই - TopicsExpress



          

প্রবাদ প্রবোচন -- প্রায়ই প্রবাদ প্রবচন হতে অনুবাদ থাকে তাই নিয়মিত কিছু কিছু দেখে রাখা ভালো:: ======= এটাই জগতের নিয়ম =It is the go of the earth # ঠেলার নাম বাবাঝি । = Necessity is the law of life # অবুঝতে বুঝানো দায় । = None so blind as those who will # মোর বুদ্ধি তোর কড়ি আয় দুজনে ফলার করি । = My brain and your money lets pool them together # কড়ির মাথায় বুড়োর বিয়ে । = Money makes marriage . # উচোট খেয়ে প্রনাম । = Making a virtue of necessity . # স্থির না হলে উন্নতি হয় না । = A rolling stone gathers no mass . # ঘষতে ঘষতে পাথর ও ক্ষয় হয় । = Constant dripping wears out the stone . # আপন গায়ে কুকুর রাজা । = Every dog is a lion at home . # ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই । = Extravagant hopes lead to complete disappointment . # অধিক মাখামাখিতে মান নষ্ট হয় । = Familiarity breeds contempt . # মিষ্টি কথায় চিড়ে ভিজে না । = Fine words butter no parsnips . # মরণ কালে ওষুধ নাই । = Death defies doctors . নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন ||
Posted on: Thu, 11 Dec 2014 04:25:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015