প্রবাসী বাংলাদেশীরা - TopicsExpress



          

প্রবাসী বাংলাদেশীরা পারত পক্ষে সিলেটীদের এড়িয়ে চলে। নিজেদের বাঙালি না সিলেটী বলে পরিচয় দেয়া এই মানুষগুলো প্রবাসে পাকিস্তানীদের সঙ্গই বেশি পছন্দ করে অন্য বাংলাদেশীদের থেকে। এমনকি যেই সব প্রবাসী বাংলাদেশীরা ইরাক, আফগানিস্তান, ইয়েমেন এবং বর্তমানে সিরিয়াতে জঙ্গীবাদ কায়েম করতে গেছে, তারা সবাই সিলেটী। এই প্রসঙ্গে মন তুরহানের প্রবন্ধ ‘সিলেটি মৌলবাদ’ থেকে কয়েকটি লাইন তুলে দিলাম সিলেট, মহাসমুদ্রের একটি ক্ষুদ্রতম চর, আর আমরা সেই চরের অধিপতিরা, আর কিছু করতে না পারলেও জন্ম দিয়েছি একটি স্বতন্ত্র মৌলবাদের। সিলেটি মৌলবাদ, অত্যন্ত নীরবে, বহুদিন ধরেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ মহামারি আকারে, এখনই এই প্রগতিবিরোধী আঞ্চলিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের গোষ্ঠীবদ্ধ করে রেখে কোনো ইতিবাচক অর্জন আনা সম্ভব নয়। কোনো মুক্তমনের মানুষই আঞ্চলিক মৌলবাদে দীক্ষিত হতে পারে না; পারেন না সংকীর্ণতার দেয়ালে নিজেকে আবদ্ধ করে রাখতে।পৃথিবীটা অনেক বড়ো, তবে আমাদের সুশীল ভণ্ডরা এখনো বেশ আদিম, তাঁদের সময় এসেছে কুয়োর বাইরে বেরিয়ে এসে বিশাল বিশ্বটাকেনতুন দৃষ্টিভঙ্গিতে দেখার। আমরা প্রত্যেকে মানুষ, এবং আমরা প্রত্যেকেই বাঙলাদেশের বাঙালি এই সহজ সত্যটি উপলব্ধি করতে সিলেটবাসীর আর কতোকাল লাগবে?
Posted on: Tue, 26 Nov 2013 12:27:45 +0000

Trending Topics



lass="stbody" style="min-height:30px;">
Gotta love Quaker. Not! This is the most appalling ingredient list
People who know about the health issues Jory had as he was growing
A woman awoke during the night to find that her husband was not in
Opeyemi Bamidele An Ekiti State federal lawmaker, Opeyemi

Recently Viewed Topics




© 2015