প্রবাসী স্বামী তার - TopicsExpress



          

প্রবাসী স্বামী তার স্ত্রীকে লেখা চিঠিতে প্রিয় সুইট হার্ট, আমি এই মাসের বেতনের টাকা পাঠাতে পারছিনা,তাই তোমাকে ১০০ Kiss পাঠালাম। ইতি তোমার স্বামী (অমুক)। তার বউ কিছুদিন পর সে চিঠির উত্তর দিল এভাবে, প্রিয় সুইট হার্ট,তোমার পাঠানো Kiss গুলোর বিস্তারিত জানাচ্ছি। ১। দুধ ওয়ালা ২টা Kiss বিনিময়ে এক মাসের জন্য দুধ দিতে রাজি হয়েছে। ২। বিদ্যুত বিলওয়ালা ৭টা Kiss এর বিনিময়ে শান্ত হয়েছে। ৩। বাড়ি এয়ালাকে প্রতিদি দুইটা কিংবা তিনটা Kiss দিতে হচ্ছে। ৪। সুপার মার্কেট মালিক শুধু Kiss তেই মানি রাজি নয়, তাই…(সেন্সর) ৫। আর অন্যান্য খাতে ব্যায় হয়েছে ৪০টি Kiss। আমার জন্য কোন চিন্তা করোনা। বাকি রয়েছে ৩৫ টি Kiss। আমি আশা করছি সেগুলোও এই মাসেই ব্যাবহার করতে পারবো (Y) • ღ_Love Story_ღ •
Posted on: Sat, 26 Oct 2013 09:33:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015