প্রশাসনের কিছু কাজ - TopicsExpress



          

প্রশাসনের কিছু কাজ কারবার একদম ছেলেমানুষী এবং ক্ষেত্র বিশেষে হাস্য রসাত্মক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে তারা ভাইবার, হোয়াটসএপ, লাইন, ট্যঙ্গো ইত্যাদি যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু মজার বিষয় এগুলো বন্ধ হওয়ার সাথে সাথেই এগুলা চালানোর ব্যবস্থা সবাই জেনে গেছে। VPN1 click প্লে স্টোর থেকে ডাউনলোড করে সবাই বেশ আরামে হোয়াটসএপ , ভাইবার ব্যবহার করছে প্রক্সি চেঞ্জ করে ভিনদেশী সার্ভারে। তাহলে প্রশাসনের এমন এমন সিদ্ধান্ত নিয়ে কি লাভ হলো ? যারা এগুলো ব্যবহার করে ক্রাইম করবে অথবা তথ্য আদান প্রদান করবে তারা প্রশাসনের এমন হাস্যকর সিদ্ধান্তে বিন্দুমাত্র বাধাগ্রস্ত হয় নাই...... তারা প্রথম থেকেই বিনা বাধায় এসব ব্যবহার করে যাচ্ছে । বরং সাধারণ কিছু নিরীহ জনগন যারা এত কিছু বোঝে না তারাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে অনলাইনে ভ্রমন করে যেটা বুঝলাম সর্বস্তরের লোকজনই আইপি হাইড করে চালানো টেকনিকটা জেনে গেছে। আর প্রশাসনের লোকেরা বোধহয় বিরাট কিছু একটা করে ফেললাম এমন ভাব ধারন করে ব্যর্থ তৃপ্তির ঢেঁকুর তুলছে.....!
Posted on: Tue, 20 Jan 2015 09:31:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015