প্রশ্ন পত্র ফাঁস ও আমার ও - TopicsExpress



          

প্রশ্ন পত্র ফাঁস ও আমার ও আমার আম্মার বাস্তব অভিজ্ঞতাঃ ১। আমি একটা স্টূডেণ্ট পড়াইতাম কয়েক বছর আগে। এইবার HSC পাশ করেছে। SSC ও HSC দুইটাতেই গোল্ডেন A+ । উত্তরা মাইস্টোন কলেজের স্টূডেন্ট ছিলো। আমি তাকে লিখিত দিয়েছিলাম সে ফেইল করবে। কারন আমাদের সময় এই সকল স্টূডেণ্ট ফেইল করতো। কারন সে কিছুই পারতোনা। যায় হোক আমার স্টূডেন্ট যেহেতু দুইটাতেই গোল্ডেন A+ পাইছে তাই আমার তাকে সন্মান করা উচিত। কিন্তু টীচার হিসাবে মাঝে মাঝে একটু আক্টু ঝাড়ি দেই। সে বলতেছে স্যার এখন আমি ফার্মাসিতে পড়বো একটু উপদেশ দেন। আমি বললাম ফার্মাসিতে পড়বি ভালো কথা বল তো হ্যালজেণ গ্রুপে কয়টা মৌল আছে আর তাদের নাম কি? এর পর সে আমার দিকে তাকিয়ে থাক্লো। মনে হচ্ছে জিজ্ঞেস করেছি মঙ্গল গ্রহে কয়টা বালুকনা আছে এইরকম কিছু একটা। যায় হোক আমি বললাম আয়োডিন কি সলিড না লিকুইড না গ্যাস এইটা বল। সে তাও কিছু পারলোনা। এর পর আমি বললাম সত্য করে বল তো আমি তোকে ছেরে আসার পর কিভাবে তুই পড়তি আর কিভাবে পাশ করলি। সে বল্লো স্যার আপনি তো রাগ করে আমাকে পড়াইলেন না আমি কিচ্ছু পারিনা বলে এর পরে কলেজের স্যার দের কাছে পড়েছি। তারা একটা শর্ট সাজেসন্স দিয়েছে। সেই সাজেসন্স এর ১০০% কমন। পরীক্ষার আগের রাতে বোর্ড প্রশ্নে যতগুলা প্রশ্ন আসছে তার থেকে দুইটা বেশি প্রশ্ন দিয়ে একটা শর্ট সাজেসন্স দিয়েছিলো সেটা জাস্ট মুখস্থ করেছি। ২। আমার আম্মার একটা বান্ধবি আছে বি সি এস ক্যাডার। তিনি ঢাকার এক নামকরা কলেজের বায়োলজির টিচার। তো আম্মা পরিক্ষার খাতা দেখা কালীন সময়ে তার বাসায় গেছিলো। এর পর দেখে সে খাতা দেখতেছে। সে কোন কিছুই পড়তেছেনা। দুই এক লাইন দেখে ফুল নাম্বার দিচ্ছে। পরে আম্মা তাকে বলেছিল কিরে ফুল উত্তর না পড়েই নাম্বার দিচ্ছিস ঘোটনা কি? ৭ বছর আগে যখন খাতা দেখতি তখন তো ক্যামনে নাম্বার কাটা যায় এইটা চিন্তা করতি। পরে সে বলে। উপর থেকে নির্দেশ আছে সবাইকে A+ দিতে হবে। আর কেউ যদি কিছুই না লিখে তাহলে অন্তত কিছু লিখে দিয়ে (টিচার লিখে দিবে) পাশ করাতে হবে। আর কেউ যদি ফেইল করে তাহলে টিচার কে জবাবদিহি করতে হয় কেনো স্টুডেন্ট ফেইল করলো। আবার সেই খাতা পুনঃ মূল্যায়ন করতে পাঠানো হয়। আর কারো কাছে কোন স্টূডেন্ট ফেইল করলে সেই পরিক্ষক ম্যানেজমেন্ট এর কাছে কালার হয়ে যায় । অনেকেই আবার জামাত-বিএনপি সন্দেহ করে বসে। যায় হোক উপরের ঘটনা দুইটা আমার জীবন থেকে নেওয়া। আপনাদের কি এইরকম কিছু অভিজ্ঞতা আছে?
Posted on: Fri, 28 Nov 2014 04:21:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015