প্রশ্ন: বাংলাদেশ প্রসংগে - TopicsExpress



          

প্রশ্ন: বাংলাদেশ প্রসংগে সাধারন জ্ঞান ১, শালবন বিহার অবস্থিত ? উঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে ২, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত? উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩, এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত হয় ? উঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ৪, বাংলাদেশের জাতীয় দিবস? উঃ ২৬শে মার্চ ৫, বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি? উঃ জেনারেল আতাউল গণি ওসমানী ৬, বাংলাদেশের রাজধানী? উঃ ঢাকা ৭, শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়? উঃ ময়মনসিংহ ৮, সম্প্রতি কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছবি? উঃ গেরিলা ৯, বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক? উঃ ১১ জন ১০, বাংলাদেশের জাতীয় পতাকার মূল রূপকার কে? উঃ কামরুল হাসান ১১, ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি? উঃ ইউরিয়া ১২, VGF বলতে বুঝায় ? উঃ Vulnerable Group Feeding ১৩, বরিশাল এর প্রাচীন নাম কি? উঃ চন্দ্রদীপ ১৪, ADP কত বছর মেয়াদি? উঃ ১ ১৫, DFI? উঃ Direct Foreign Investment ১৬, প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উঃ ৬.১৫ কিমি ১৭, বীরপ্রতীক -W A S Ouderland- কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? উঃ হল্যান্ড ১৮, ময়মনসিংহ এর গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্থির প্রকৃত নাম? উঃ মান্দি ১৯, গেরিলা চলচ্চিত্র এর পরিচালক কে? উঃ নাসিরউদ্দীন ইউসুফ ২০, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি ? উঃ বরেন্দ্র গবেষণা জাদুঘর।
Posted on: Fri, 12 Dec 2014 20:23:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015