প্রশ্ন সমাধানঃ সাধারণ - TopicsExpress



          

প্রশ্ন সমাধানঃ সাধারণ জ্ঞান দশম শিক্ষক নিবন্ধন ( কলেজ/ সমপর্যায়) ১.মুজিব নগর সরকার গঠন করা হয়েছিল? ক.১০ এপ্রিল ২.২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সংগীত গেয়েছিল? ক.২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন৷ ৩.’ভাটিয়ালী ’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? গ. ময়মনসিংহ ৪. কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণূ পোনা সংগ্রহ করা হয়? ঘ. হালদা ৫. বাংলাদেশের প্রথম ‘সার্চ ইঞ্জিন-- ক, পিপীলিকা ৬.জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? ১৭ মার্চ ৭. বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে-- ক.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮. কোন মুঘল সম্রাটর সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? ক. আকবর ৯.FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খ.রোম ১০. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি? খ, আন্তর্জাতিক রেডক্রস ১১. আন্তর্জাতিক মার্তভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ক,ঢাকা ১২. বিশ্ব পানি দিবস- ঘ.২২ মার্চ ১৩.২০১৪ সালের ১ জানুয়ারি কোন দেশ ১৮তম দেশ হিসেবে ‘ ইউরো’ মুদ্রা চালূ করে ? গ. লাটভিয়া ১৪.বিশ্বকাপ ফুটবল ২০১৪ ‘র জন্য নির্মিত বলের নাম কী? খ. ব্রাজুকা ১৫.বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী? ঘ.বোয়িং ১৬. মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর গ. মেলানিন ১৭. নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়? খ. কী বোর্ড ১৮.বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? ঘ. মহিষ ১৯.পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা? খ. নিরক্ষ রেখা ২০. মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় -- ঘ. এপিকালচার ২১. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? গ. ভিটা-সি ২২.ডেঙ্গু জ্বরের বাহক -- গ. এডিস মশা ২৩. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য অংশ ঘোষণা করেছে? গ. ইউনেস্কো ২৪.২০১৩ সালে ইউনেস্কো ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে? খ. জামদানি ২৫.’ অরুণ আলো’ ও ’রাঙা প্রভাত’ কী? বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুটি্ উড়োজাহাজ Admin- 『 Rashed Zaman 』 সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন। বিসিএস ও ব্যাংক জব পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্যঃ Plz Like→ Preparation For BCS Exam Plz Join→ Job Preparation [ BCS+BANK ]
Posted on: Sun, 05 Oct 2014 06:30:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015