প্রসংগ : আপু, এসো দৃঢ় করি - TopicsExpress



          

প্রসংগ : আপু, এসো দৃঢ় করি মন ! একজন সত্যিকারের যিনি মুসলিমাহ, তিনি অবশ্যই বোরকা পরবেন এবং এজন্য তিনি বন্দী নন। তিনিই সত্যিকার অর্থে স্বাধীন, কারণ, তিনি সেই কাপড়টা পরেন না যেটা তাকে yellow (একটি ফ্যাশন হাউজ) পরতে বলে, তিনি সেই কাপড়টাও খোলেন না যেটা তাকে নকশা (দৈনিক প্রথম আলোর নারী পাতা) খুলতে বলে। তিনি নিজের প্রবৃত্তির পূজারী নন, তিনি এমনও নন যিনি culture (সংস্কৃতি) নামক abstract (ভাবমূলক) এবং relative (সম্পর্কিত) কিছু set of concept (নির্দিষ্ট কিছু ধারণা) কে বিনা বাক্য ব্যায়ে গ্রহণ করেন। একজন মুসলিমাহ হচ্ছেন চিন্তাশীল নারী, যিনি জানেন তিনি কোথা থেকে এসেছেন এবং কার কাছে ফিরে যাবেন। তিনি সচেতন কারণ তিনি জানেন দাসত্ব করতে হয় এক আল্লাহর,ফ্যাশন হাউজের বা যুবকের ক্ষুধার্ত চোখের নয়। তিনিই মুক্ত, কারণ তার জীবনের role model (ব্যক্তি-আদর্শ) শরীরসর্বস্ব কোন মডেল বা সিনেমার নায়িকার নয়। যে কেবল টাকার বিনিময়ে তার ধোকাঁবাজিময় বিজ্ঞাপন করে সৌন্দর্য নিয়ে ব্যবসা করে।
Posted on: Fri, 04 Jul 2014 14:08:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015