প্লেয়ার প্রোফাইলঃ - TopicsExpress



          

প্লেয়ার প্রোফাইলঃ ডিয়েগো তারদেল্লি --------------------------------------------- ---------------------- ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব এটলেটিকো মিনেইরোর হয়ে ৯ নাম্বার জার্সি পড়ে খেলেন। এর আগে তিনি সাও পাওলো, বেটিস, ফ্ল্যামেঙ্গোর মত ক্লাবে খেলেছেন। তিনি কিন্তু প্রথাগত স্ট্রাইকার নন, তবে তিনি খুবই Dynamic প্লেয়ার, যিনি খেলায় এটাকের সময় স্পীড এবং তার স্কিলকে বেশ ভালোভাবেই কাজে লাগান। তারদেল্লি একজন ফরোয়ার্ড হলেও তিনি কিন্তু সবসময় বক্স-কেন্দ্রিক নন, মিডফিল্ড থেকেই খেলেন। তাই দুঙ্গা তাকে বর্তমান ব্রাজিল টীমের জন্য ফলস নাইন হিসেবে খেলাচ্ছেন, ঠিকই আছে দুঙ্গার এই প্ল্যান। তার মধ্যে একজন পোচারের গুনও দেখতে পাওয়া যায়। আর্জেন্টিনার সাথে খেলায় তার গোল ২টিই প্রমাণ করে- তিনি পোচার থেকে কোন অংশেই কম নন। ডি-বক্সের Minimum সুযোগ পেলেও তিনি কিন্তু ছাড় দিবেন না। বয়স এখন ২৯, তাহলে ২০১৮ বিশ্বকাপের সময় বয়স হবে ৩৩। একটু বেশী হয়ে যায়, কিন্তু মিরোস্লাভ ক্লোসা যদি খেলতে পারে এই বয়সে তাহলে তারদেল্লি কেন নয়? তবে আমি ব্যাক্তিগতভাবে মনে করি, দুঙ্গা বর্তমান সময়ের জন্য তারদেল্লিকে বেছে নিয়েছেন। ২০১৮ বিশ্বকাপের জন্য ঐ পজিশানে তিনি রবারতো ফারমিনোকেই এ সময়ের মধ্যে গড়ে তুলবেন। অনেক দেরী আছে, ৪ বছর কিন্তু অনেক সময়। ফারমিনো এর মধ্যে অবশ্যই আরো নিখুঁত হবে। অন্তত ২ বছর তাই দুঙ্গার টীমে First 11 এ ডিয়েগো তারদেল্লি কিন্তু প্রথম চয়েস। এখানে দুঙ্গা অন্তত এখনই কোন পরিবর্তন করবেন না বলেই আমার ব্যাক্তিগত ধারণা। এ সময়ের দুঙ্গার টীম এবং আমাদের কতিপয় ফ্যান- --------------------------------------------- ------------------------- ভাই, দুঙ্গা এসব কী করে? স্ট্রাইকার নাই কেন? অস্কাররে কেন টীমে নেয় এবং কৌটিনহোরে ফার্স্ট ইলাভেন এ খেলায় না কেন? লুকাস মৌরা কৈ? গান্সো, কাকা, রবিনহো, রোনালদিনহো- টীমে নাই; তাই আর খেলা দেখবো না। তারদেল্লি তো গোল দিতেই পারে না, কোন শুটিং একুরেসি নাই। ধুর, এরে দিয়ে কিছুই হবে না। দুঙ্গা টীমে মারসেলোরে নেয় নাই। দুঙ্গারে বিরক্তিকর লাগে। হুম, এসব কিন্তু আর কেউ নয়- আমরা ব্রাজিলিয়ান ফ্যানরাই বলি। কোচ হিসেবে দুঙ্গা যতই সফল হউক, সমালোচক থাকবেই। খোদ ব্রাজিলিয়ান ফ্যানরাই তো দুঙ্গারে পছন্দ করে না, আপ্নি- আমি তো ছাড়। দুঙ্গা কিন্তু মৌরিনহোরেই কোচ হিসেবে গুরু মানেন, সুতরাং ওনার সমালোচক থাকাটা অস্বাভাবিক নয়। ডিফেন্স অক্ষত রেখে খেলাটা কার্যকরী, কিন্তু সুন্দর নয়। ১২ বছর শিরোপা বঞ্চিত, আর কত সৌন্দর্য দরকার আমাদের? আমি আগেই বলেছি, ব্রাজিলে এখন আগের মত প্রথাগত স্ট্রাইকার নাই; কিন্তু Dynamic Forward আছে অনেক। আর এখন খেলা এতোই গতিশীল হয়ে গেছে, একজন স্ট্রাইকার প্রতিপক্ষের ডিবক্সে বসিয়ে খেলানোর মত পজিশানে আমরা আর নেই। ১০ জন নিয়ে প্রতিপক্ষের ১১জনের সাথে Fight করার অবস্থা আমাদের নেই এখন। অবশ্য স্ট্রাইকার যদি ডিয়েগো কস্তা, আগুয়েরো, ইব্রাহিমোবিচ এর মত হত তাহলে ৪-২-৩-১ কাজে লাগাতে পারতেন দুঙ্গা, উনিও মনে-প্রাণে এটাই চান। তাইতো লুইজ আড্রিয়ানোরে দিয়াও Try করতেছে। বিশ্বাস করুন, এটাই দুঙ্গার পছন্দের Formation। ডিয়েগো তারদেল্লি প্রথাগত স্ট্রাইকার নন, তাই উনার ফিনিশিং কখনোই একজন রোনালদো, কস্তা, ইব্রাহিমোবিচ, আগুয়েরোর মত হবে না। আমাদের ফ্যানদের কী এসব বুঝা উচিত নয়? একজন Dynamic ফরোয়ার্ড হিসেবে he is trying his best. তারদেল্লি খেলায় নেইমার, অস্কার কিংবা উইলিয়ানের উপর চাপ কমে যায়, ওদের আর স্ট্রাইকারের জন্য ওইভাবে বল বানিয়ে দিতে হয় না। একটু রিলাক্সে খেলতে পারে সবাই, ডি-বক্সে তাই শুটিং করতেও মানা নাই কোন। তবে আমার বিশ্বাস, আর কোন উপায় না পেয়েই দুঙ্গা ৪-২-২-২ Formation কাজে লাগাচ্ছেন। আরো অনেক কিছুই লেখার ছিলো, কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাবে বলে Skip করলাম।
Posted on: Sat, 13 Dec 2014 09:28:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015