পড়ার জন্য সকলের প্রতি - TopicsExpress



          

পড়ার জন্য সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করছি____ ♦লক্ষ করা দরকার♦ বর্তমান FM রেডিও গুলোর কিছু অনুষ্ঠান চালু হয়েছে, জনপ্রিয়তাও পেয়েছে। অনেক ভালো-ভদ্র ও এমন লোক যারা কিনা টিভি- ছিনেমা দেখেনা মাদ্রাসার ছাত্র ও বেশ নেককার রাও শুনতেছে । অনুষ্ঠান গুলো হচ্ছে, জীবনের গল্প, লাভগুরু, যাহা বলিব সত্য বলিব ইত্যাদি, শ্রবণকারীদের যদি প্রশ্ন করা হয়, শুনে কি উপকার হয়? তারা বলে, ঐ কাহিনীর নষ্টামি ও করুণ অবস্থা থেকে শিক্ষা অর্জন করি, যাতেকরে আমাদের বা আত্মীয়দের সাথে এমন প্রতারণা করতে না পারে। ★ মানুষের খাছলাত এমন, যে নিষিদ্ধ ও গোনাহের দিক বেশি আর্শিত, পুন্নতার কাজ থেকে। শ্রবণকারীদদের আমি বলি, শ্রবণে উপকার নয় বরং অপকার হচ্ছে তোমাদের ও আত্মীয়দদের, যেমন, কিছু যুবক-যুবতী শিখতেছে প্রেম করার পদ্ধতি, যোগাচ্ছে সাহস। আর লম্পটরা শিখতেছে, কিভাবে প্রেম দেখিয়ে ধর্ষণ করতে হয়, ডার্লিং পতিতালয় বিক্রি করতেহয়। এই অনুষ্ঠান গুলো হচ্ছে যুবসমাজ নষ্টের সুদূরপ্রসারী ষড়যন্ত্র। ★উদাহরণ স্বরুপ ছোট্ট গল্প★ এক চোর ধরাপড়ে জেলখানায় গেছে, পূর্বের কয়েদীরা: জিজ্ঞাস করল কি অপরাধে ধরা খাইছিস? চোর: চুরি করে ধরা খাইছি, কয়েদীরা: কিভাবে ধরা খাইলি? চোর: রাতে চৌধুরী সাহেবের বাড়ি ঢুকে মাত্র আলমারি খুলছি, তহনই চৌধরী উঠে আমারে দাবোড় দিছে, আমি দরজা খুলে দইড়দি কিন্তু চৌধরী দাবড়াইয়া আমারে ধইরা ফালাইছে। কয়েদীরা: তুই দেহি বলোদ! যহন দরজাদিয়া বাইরালি তহন দরজা বাইরেদিয়ে আটকাইয়া দিবিনা? তাইলেতো ধরা খাইতি না, চোর: ঠিকিতো কইছেন, বাইরাইয়া লই এইবার আর ধরা খামুনা।_______ একবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, উক্ত অনুষ্ঠান শ্রবণের দ্বারা আমরা উপকৃত না ক্ষতিগ্রস্ত হচ্ছি!!! আল্লাহ্ সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। (collected by Hasibul Hasan)
Posted on: Fri, 20 Sep 2013 05:00:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015