ফাঁকিবাজ পোলাপাইনের - TopicsExpress



          

ফাঁকিবাজ পোলাপাইনের (যেমন-আমি) প্রফ প্রস্তুতি- ১. ফরমাল প্যান্ট এবং শার্ট বানানো শেষ, যাহা নাকি প্রফের জইন্য অত্যাবশ্যকীয়। ২. ছোট ছোট করে ওপা অার্মি স্টাইলে দীর্ঘ দিনের লালন চুল কর্তন করিলাম। ৩. ফ্রেন্সকাটে স্টাইলকৃত দাড়ি ক্লিন করে সেইভ কইরলুম। (দাড়িগুলোর জন্য অনেক মায়া হইচেছে, দীর্ঘ দিন ধরিয়া আমার খোমার সৌন্দর্যবর্ধনে ব্যবহৃত হইত!) ৪. দাগ পড়া এপ্রোনটিকে দীর্ঘ এক ঘন্টা ধরে ধোলাই করিয়া সাদা ফকফকা বানিয়ে ফালাইছি। ৫. সু কখনও পড়া হয় না তথাপি প্রুফ উপলক্ষে কিনিলাম। ৬. হরলিকস, গুড়া দুধ, চায়ের প্যাকেট ইত্যাদি জাতীয় খাইদ্য। সকল প্রস্তুতিই সম্পন্ন করিলাম কিন্তু শুধু একটা প্রস্তুতি সম্পন্ন হয়নি- "লেখাপড়া"!!! :o >.< #n55
Posted on: Sun, 30 Jun 2013 11:54:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015