ফেইসবুকে বিভিন্ন - TopicsExpress



          

ফেইসবুকে বিভিন্ন শেয়ারবাজার বিষয়ক গ্রুপে যেসকল পোস্ট হয় তার কিছু কিছু পোস্ট বা ম্যাসেজের ভাবানুবাদ এরকম ঃ # পোস্ট ঃ "After Eid mkt must up so wait and not buy now" ভাবার্থ ঃ যিনি পোস্ট করেছেন তার পোর্টফোলিওতে এখন কোন শেয়ার নেই, উনি টাকা হাতে নিয়ে বসে আছেন। # পোস্ট ঃ "God news for BSCCL ব্যান্ডউইথ আমদানিতে আগ্রহী ভারত, বুধবার আসছে প্রতিনিধি দলপ্রতিবেশী ভারত তার স্থলবেষ্টিত রাজ্যগুলোর জন্য বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি করতে আগ্রহী। রাজ্যগুলোর তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে এ উদ্যো..." ভাবার্থ ঃ উনার পোর্টফোলিওতে আর কোন শেয়ার থাকুক আর না থাকুক BSCCL আছে নিশ্চিত থাকুন। # পোস্ট ঃ Bangas kine kotipoti within 3 year 2012 yr………Buy 2000 @ 286 = 5,72,000.00/= + 900 (45% Stock 2012) 2013 yr Total Share 2900 + 2030 (70% Stock 2013) Total Share 4930 2014 yr +24650 (5R:1) 2014 yr Total Share 29580 @ 338= 1,00,00,000.00 (1 Cror) (Before declaration) ভাবার্থ ঃ ভাইজান পোর্টফোলিওতে BANGAS হোল্ড করছেন । # পোস্ট ঃ Last year jara dividend dite pare ni , tara this year stock dibe. Koyektar stock + cash asbe. Confirm news - ICB1STNRB 10% stock + 37 % cash ICB2NDNRB 23% cash ICB3RDNRB 8% stock IFILISLMF1 8% stock ভাবার্থ ঃ ভাইজান কি কি হোল্ড করছেন? আবার জিগায়। # পোস্ট ঃ PAGLA BABA AJ VOLLCHY KALL J KNO TIME TEK A MARKET U TRAN KORBE VOY PABAR KICHO NEY BUY POWER, CEMINT,PHARMA &INSURANCE SECTOR EID AR POR AK JONER O LOSS HOWBE NA JARA AY SECTOR GOLAR SHARE BORTOMAN PRICE A BUY KORTE PARBE HOQ MOWLA BABA DORBES ........https://facebook/groups/bla-bla-bla/ ভাবার্থ ঃ আরে ভাই পাগলা বাবা তো উছিলা, মামুর আসল কাহিনি হইল উনার গ্রুপের লিঙ্ক যেইটার দাওয়াত দিতে আসছে, দাওয়াত দিয়া নিয়া মামুর ম্যাচিয়ুর মাল আপনার হাতে ধরিয়ে দেওয়াই প্রধান উদ্দেশ্য। # পোস্ট ঃ "Market Kalke 100+. InshAllah." ভাবার্থ ঃ ভাইজানের ১০০% বাই করা কমপ্লিট। # পোস্ট ঃ "artificial market sustain kore na.agamikal + hoilei mango ra bose thakbe r mamura sell diya out." ভাবার্থ ঃ না উনি আজকেও বাই দেন নাই, উনার নজর সেই ৩৬০০ এর দিকে আর সেখানে ইন্ডেক্স নেওয়ার জন্য উনি চেস্টা করেই যাবেন।
Posted on: Sun, 28 Jul 2013 20:09:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015