ফেইসবুকে ভুয়া আইডি - TopicsExpress



          

ফেইসবুকে ভুয়া আইডি খুলেছি নাম দিয়েছি শান্তা, মেসেজ আসে তোমার জন্য দিতে পারি জানটা। পাংখা টাইপের কিছু ছবি করেছি ওয়েব থেকে add,! পুলাপাইন সে ছবি দেখেই হচ্চে পুরো mad তথ্য হলো ঢাবি থেকে পাশ করেছি ডিগ্রী, বুয়েট থেকে ডাক্তারী পাশ করে পেলবো শিঘ্রী। পুলাপাইনের এসব দেখার সময় কি আর আছে? পাংখা প্রোফাইল পিকচার দেখেই তারা আজাইরা নাচে। গড়ে প্রতিদিন ২০-৩০ টা friend request আসে, কেউবা ডাইরেক্ট অফার পাঠায় কেউবা ঝেড়ে কাশে। ১ মাসেই friend list করলো ৫ হাজারের ঘর পার, তাহার পরেই বেড়ে চললো লুলদের Follower কত রঙের মেসেজ আসে হাসতে হাঁসতে জান শেষ, লিখে -UK তে থাকি বললে আসতে পারি বাংলাদেশ! মিস ইউনিভার্স তুমি রাজকন্যা তুমিই সেরা সুন্দরী,! শর্মা কাবাবে চল একদিন খাওয়াব চিকেন তন্দুরি। মোবাইল নম্বর দাও গো সোনা করে দিচ্ছি আইটপ, রাতে মোবাইলে কথা বলব আমার টাকায় ননস্টপ। এসব দেখি আর হাসি কত ভোদাই পুলাপাইনের দল, খেয়াল করলেই বুঝা যায় তাদের চতুরী চল। তবু তারা পাও ঘুরে ফেসবুক সুন্দরীদের পিচে, বোঝেনা গাধারা বাইরেরটাই সুন্দর ভেতরটা মিছে।!!
Posted on: Wed, 13 Aug 2014 05:21:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015