ফোনের শব্দে সকালের সাধের - TopicsExpress



          

ফোনের শব্দে সকালের সাধের ঘুমটা ভেঙে গেল রবির ৷ মেজাজ খারাপ করে রিসিভ করতেই ধমক, "কিরে এখনও ঘুমুচ্ছিস, কলেজে আসবি না। তাড়াতাড়ি আয়, তোর জন্য সারপ্রাইজ আছে।" একনাগাড়ে কথাগুলো বলে লাইনটা কেটে দিল তুলি। তুলি রবির সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু সবসময় ওকে বকাঝকা করে। গরু, ছাগল, গাধা এমন কোন গালি নেই যা দিয়ে ওকে বিশেষায়িত করেনি। প্রথম দিকে রবির খুব খারাপ লাগত এসব শুনতে। তবে ফেবুতে রোমান্টিক গল্প গুলো পড়ে সে লক্ষ্য করল, গল্পের নায়িকা রা তাদেরই বেশি বকা দেয় যাদের ওরা পচ্ছন্দ করে। এখন তুলির গাধা ডাকটা মিষ্টিই লাগে রবির। হঠাৎ রবির মনে হল আজ তো 22 আগষ্ট। তুলির জন্মদিন। তুলির নিশ্চয়ই আজকের দিনটা ঠিক করে রেখেছিল মনের কথা বলার জন্য।রবি তড়িঘড়ি করে তার নীল শার্ট টা পরে কলেজের দিকে রওনা দিল। তুলি বলে এই শার্ট টা ওকে খুব ভালো বানায়। গেটের কাছে আসতেই তুলির সাথে দেখা হয়ে গেল। রবিকে দেখা মাত্র চেঁচিয়ে উঠল তুলি, "কি রে গাধা, আজকের দিনেও লেট। কখন থেকে তোর জন্য ওয়েট করছি। যা হোক, ও হচ্ছে রাজিব, আমার বয়ফ্রেন্ড।" এতক্ষনে তুলির পাশে দাঁড়ানো ছেলেটির দিকে চোখ পড়ল রবির। তুলি রবিকে দেখিয়ে বললো..."আর রাজিব, এই হচ্ছে আমার সেই কিউট গাধা।" আর রবি তখন সত্যিকারের গাধা হয়ে ভাবতে লাগল কেন যে বাস্তবের বান্ধবী গল্পের নায়িকা হয় না..... ₪-R O N G O N-₪
Posted on: Sun, 29 Sep 2013 14:04:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015