ফিফা হলো সারা দুনিয়ার - TopicsExpress



          

ফিফা হলো সারা দুনিয়ার বোধকরি সবচেয়ে দুর্নীতিপরায়ণ ক্রীড়া সংগঠন। মাফিয়া চক্রের মতো ঘুষ, খেলোয়াড় হত্যা (আক্ষরিক অর্থে না), জুয়া, দিয়ে মহাশক্তির আধার এই ফিফা। মজার ব্যাপার হলো এরা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে কোন ট্যাক্স দেয় না। ফিফার রিজার্ভে টাকা আছে বিলিয়ন ডলারের ওপরে। তাই ফুটবলের মতো শৈল্পিক এইখেলা কে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষের আবেগ কে পুঁজি করে বিশাল বাণিজ্যের পসার খুলে বসেছে এরা। মাঝে মাঝে মনে হয় ফুটবল নিয়ে আমার ব্যক্তিগত আবেগ এবং উন্মাদনা অন্যখাতে ব্যয় করবো। বোর্হেস এর আপাত রূঢ় কথাই হয়তো ঠিক, ফুটবল ইজ পপুলার বিকজ স্টুপিডিটি ইজ পপুলার!!
Posted on: Wed, 09 Jul 2014 13:02:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015