ফেবুতে অনেকে দেখছি প্রিয় - TopicsExpress



          

ফেবুতে অনেকে দেখছি প্রিয় বই প্রিয় বই খেলছেন , কামুর আউট সাইডার , ফুকো, দেরিদা, লীলা মজুমদার সবাই আছে । রবি ঠাকুর তুলনায় কম , শরৎ বাবু বা বঙ্কিম বাবুরা আউট নাকি ঐ কলেজস্কোয়ারের পুজোর মত, বনেদি কিন্তু জনসংযোগ নেইকো। এদিকে আবার জয় গোঁসাই, সমরেশ মজুমদার ( বসু নেই ), বুদ্ধদেব গুহ আছেন । যাই হোক, কেলোটা হল যে কারণে এই খেলাটা ফেবু শুরু করেছিলো, সেই ফেসিলিটিটাই তো বাংলা ইউনিকোডে নেই গাঁ...bengali word search...যাই হোক আমাকে না কেউ খেলাটা খেলতে বলেনি, তাও সরল মনে বড়রা কথা বললে বাচ্চারা যেমন বলে ওঠে তেমন আম্মু লিস্টি দিলাম, দশটায় বেঁধে রাখার জন্য খেলাটায় সযত্নে চমকপ্রদ লেখাগুলিকে বাদ দিলাম - The C Programming Language ( K&R) - যে কোনও দিন যে কোনও বেস্টো সাহিত্যের বইয়ের সঙ্গে পাল্লা দেবে - A Brief History Of Time ( Ste Haw) - সুকুমার সমগ্র - আরণ্যক, দেবযান ( বিভূতিভূষণ ) - কুবেরের বিষয় আশয় - শ্যামল গঙ্গোপাধ্যায় - হিমুর দ্বিতীয় প্রহর ( হুমায়ূন আহমেদ) - ম্যাকবেথ (শাক্যপিরিয় ) - স্বামী বিবেকানন্দের চিঠি - The Alchemist Paulo Coelho - গীতাঞ্জলী - মাধুরীর ছাতা ( বাসুদেব দেব) - কমল কুমার মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, সতীনাথ ভাদুরী আর বনফুলের গল্প সংগ্রহ - my Tuesdays with morrie ( Mitch Albom ) যাহ্‌ দশটা হয়ে গেছে
Posted on: Thu, 04 Sep 2014 16:25:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015