ফিরে চল মাটির টানে আমি - TopicsExpress



          

ফিরে চল মাটির টানে আমি টান অনুভব করি - শেকড়ের টান, অতীতে ফিরে যাবার টান সেই সরু রাস্তা, রাস্তার দুধারের কাঠবাদাম, শিমুলের গাছ কখনও কখনও অশ্বথ বা বটবৃক্ষের ছায়া যার নীচে বসে একটু জিড়িয়ে নিতাম স মেশিনে কাঠকাটার শব্দ, রিকশার ঝুন ঝুন শব্দের সাথে পা মেলানো কিংবা মাঠে ছেলেদের হা ডু ডু খেলা দেখা দারিয়াবান্দা বা গোল্লা ছুট এখনো আমাকে টানে। টানে সিস্টার পিয়া--- মাত্র দেড় বছর বয়সে যে আমাকে রেখেছিল মাতৃস্নেহে , পরম মমতায় আম্মা না আসা পর্যন্ত আর আব্বার জন্য অপেক্ষা করা প্রহর গুলিও আমাকে ভাবায়, কখনও কাঁদায়ও -কী অপরিসীম ধর্য নিয়ে আমি সেই সময় গুলো পার করেছি দুপুর একটা, দুইটা --- সবাই চলে গেছে শুধু আমি অপেক্ষার প্রহর গুনছি সেন্ট যোসেফস এর করিডোরে। প্রচন্ড নিঃসঙ্গতা নিয়ে একাকী ঘুরে বেড়িয়েছি সারা স্কুল, স্কুলের মাঠ, উঁকি মেরে দেখেছি মা মেরীকে। শীতের প্রচন্ড কুয়াশাকেও আমি অনুভব করি নিজের হাত নিজের কাছে বরফ মনে হত সেই হাত গালে লাগিয়ে সেই শীতলতার স্পর্শ নিতাম শীতের সেই হাত মোজা- পা মোজা অথবা মাথার টুপি, গলার মাফলার? শীতের শিশিরে ইচ্ছা করেই ভিজতাম উহু! কী ঠাণ্ডা! মাথার উপর সুর্য নেই কত দিন কুয়াশার চাদরে ঢাকা সে শহর মাত্র এক হাত দূরের কোন বস্তুর ছায়ায় দেখা যায় না অথচ ঠিকই ঘন কুয়াশার ভিতর দিয়ে বুকে বই চেপে পড়তে যেতাম পদার্থ, গণিত বা রসায়ন প্রচন্ড গরমের দাবদাহে সিদ্ধ হয়ে লু হাওয়া গায়ে - মাথায় মেখেও দুপুরে পড়তে যেতাম এখনো আমি ফিরে যাই, ফিরে ফিরে যায় আমার মন আমি ক্লান্ত, অবশ্রান্ত দেহ-মন নিয়ে ফিরে যাই তার কাছে, সেই মাটির কাছে যেখানে সযত্নে আমার নাড়ি পুতে রাখা হয়েছে আমার মায়ের কাছ থেকে আমি বিছিন্ন হয়েছি সেই দিন থেকেই যেটুকু মনের টান --- তাও সেই ১৯ বছর বয়সেই ছিন্ন করে দিয়েছে এই শহর জীবনের বেশিটা সময় আমি আমার মাটির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি আর কখনো সেই আগের মতন যাওয়া হয়নি তার কাছে তবুও তো থেকে থেকে গেছি যখনি অনুভব করেছি তাকে আসলে মা ও মাটির টান কী কেউ অস্বীকার করতে পারে না পারা যায়; শুধু সময়ের সাথে, স্থানের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলা অবসন্ন -ক্লান্ত মন তো তার কোলেই আশ্রয় খুঁজে ফিরে তার কাছেই ফিরে যাওয়া যুগ থেকে যুগান্তরে Return Back for own Domain Translated by Siba Mishra ( শিবাদা) I feel turning back, attracted by that moment, to return back to the past, to its memory That narrow lane, decorated with the plants of nuts, and presence of Pipal trees for the shade, For its shelter to freshen me up and also others. The saw mills reciprocates the sound of wood cutting This adds up with the music of the Rickshaw pulling or the musical sounds of the games of the local boys All this attracts me, call me back still today Equally sister Pia magnetized me from the moment she was only a baby and kept me immersed in mothers love, Mothers affection till the birth of Anna. And further the moments for waiting for Abba That sometimes creates thinking, sometimes weeping, Surprising, I crossed those with composed and calmness The noon, first, second, next and next and all left I am alone only here waiting and counting the moment at the corridor of Xt. Joseph With deep solitary life, me alone only move around Here and there inside the entire school, its ground Just peeped inside to have a glimpse of Mother Mary I also feel the thick and intense fog of the winter Its sense like hard ice on and around my hand Put that hand on my face for the same coldness The socks for the hand or for the leg of the winter The turban on the head or the muffler for the neck Still then, love to be drenched in the fog of the winter For that wild coldness in the non-existence of Sun The whole locality, hidden under the blanket of fog Nothing is visible even the shadow even from a yard Even then with all books keep closed near to heart May be physics, mathematics or chemistry for study With all, move for the coaching whether in cold or hot The hot wind makes the impression of the summer There too moves for the same with blazing in the noon Let me recollect, let it return back, my mind, my energy as I am tired, with body dejected and feel to be go back That place of my earthen place where I was born, created my pulse, but separated from my mother।
Posted on: Tue, 21 Oct 2014 04:53:49 +0000

Trending Topics



r>
Featuring... & Representing ....CELEBRITIES IN THE BASEMENT .Host
BOM DIA !!! ALMOCE BEM NO MUCHO LOCO! *PRATOS DO DIA
Looking for an Exciting Career Opportunity?? We are hosting an in
November is almost around the corner, did you get your Halloween
Meditation is building your tolerance to unconditionally accept

Recently Viewed Topics




© 2015