**** ফার্মগেট ওভার ব্রিজের - TopicsExpress



          

**** ফার্মগেট ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম।এক চিরুনিওলা মামাকে দেখে মনে পড়ল বাসায় চিরুনি সংকট। ১টা চিরুনি দরকার। থেমে জিজ্ঞাসা করলাম, মামা চিরুনি কত? মামাঃ যেডাই নিবেন দশ টাকা। আমিঃ তাহলে ওই নীল রঙেরটা দেন। মামাঃ ভাই আপনার যেটা লাগব হেইডাই নেন। মনে মনে একটু রাগ হলাম কি ভাব ব্যাটার...!! ২০ টাকার একটা নোট দিলাম। কিন্তু সে বাকি ১০ টাকা ফেরত দিচ্ছে না। এবার একটু রেগে গিয়ে বললাম, বাকি টাকা ফেরত দিবেন না?? সেঃ ভাই আপনি কয় টাকা দিছেন?? আমিঃ কয় টাকা দিছি মানে? আপনাকেই তো দিলাম। দেখেননি? সেঃ ভাই আমি চোখে দেখিনা, তাই বুঝতে পারিনাই... ফেরত দেওয়া টাকাটা হাতে নিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম। মনে মনে কিছু প্রশ্ন জেগেছিল। কিন্তু জিজ্ঞাসা করার সাহস পেলাম না। কেননা প্রশ্নগুলো করলে তার প্রতি সহানুভূতি দেখানো হত। কিন্তু এই মানুষটাকে সহানুভূতি দেখানো যায় না তাঁকে শুধুই শ্রদ্ধা দেখানো যায়।
Posted on: Wed, 09 Oct 2013 19:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015