ফেসবুক আসক্ত এক বন্ধুকে - TopicsExpress



          

ফেসবুক আসক্ত এক বন্ধুকে ম্যাসেজ দিয়েছিলাম একদিন-- দোস্ত ফেসবুকের বাইরেও একটা দুনিয়া আছে। জানিস কি? সে উত্তর দিয়েছিল একটা জোকস এর লাইন--তাই নাকি? লিঙ্ক দে তো। বাঙালি কি ক্রিয়েটিভ উত্তর জানে! অবাক হইনি সেদিন এমন উত্তরে। বরং এক চোট হেসেছিলাম। আসলেই ক্রিয়েটিভ উত্তর ছিল। কালকো বিকেলের দিকে আরেক ছোট ভাই কে কল দিয়ে জিজ্ঞেস করলাম--কি রে কই তুই? সে উত্তরে বলল--ভাই আমি স্কুল মাঠে ক্রিকেট খেলি বলেই ধুপধাপ লাইন কেটে দিল! ভাবলাম ব্যাটিং বা বোলিং করতেছে তাই হয়তো লাইন কেটে দিল! একটু পর নিজেই গেলাম মাঠে। গিয়ে দেখি উনি সাহেব আসলেই ক্রিকেট খেলছেন! t-20 championship 2013.. এন্ড্রয়েড মোবাইলে গেম খেলতেছে! আগে বৃষ্টি হলে দলবল বেধে মাঠে কাদার মধ্যে আমরা ফুটবল খেলতে যেতাম। আর এখন বৃষ্টি হলে পোলাপান স্ট্যাটাস দেয়--উফ! কি দারুন বৃষ্টি! তোমাকে মিস করতেছি খুব, লাভ ইউ ময়নাপাখি বর্তমান জেনারেশন টাই কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে! রাস্তায় কোন এক্সিডেন্ট হলে সাহায্য করার আগে প্রথমেই আমরা মোবাইল টা হাতে নিয়ে ক্যামেরা টা অন করে ফটোগ্রাফি শুরু করি! মনে হয় জানের চাইতে ছবি বড়! কি আজীব প্রাণী হইতেছি দিনকে দিন আমরা! কিছু কিছু ফেসবুকার আছে যারা স্ট্যাটাস দেয়--frnds plz pray for my mother.she is very sick অথচ দেখা যায় ৭ দিন যাবত মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে পাশের ঘরে কিন্তু তাকে দেখতে পর্যন্ত যাওয়ার সময় নেই তাদের! ডে বাই ডে সামাজিক জীব থেকে ফেসবুক জীব হয়ে যাচ্ছি আমরা। অথচ আমরা বেমালুম ভুলে বসে আছি--আমাদের শেষকৃত্যে যারা উপস্থিত হবে তাদের কেও ই হয়তো ফেসবুক ফ্রেন্ড বা ফলোয়ার না
Posted on: Tue, 30 Dec 2014 13:27:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015